botv নিউজ : 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোষ্ট  অফিসে  মঙ্গলবার বিকেলে যাত্রীদের হামলায় দুই পুলিশ আহত হয়। এঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সারোয়ার আলম ভূইয়া (২৮) ও রিপন মিয়া (২২)।
চেকপোষ্ট পুলিশ জানায়, বিকেলে ভারতে যাওয়ার বহিরাগত সীল মারতে আসেন সারোয়ার আলম নামে এক যাত্রী। তখন স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ আতিকুর রহমানের কাছে পাসর্পোট জমা দিলে  অনুমতি সীল মারতে দিলে ত্রুটি ধরা পড়লে এ বিষয়ে কথা বলতে চাইলে  আটককৃত যাত্রী সারোয়ার ও তার সাথে থাকা রিপন মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। তখন তারা পুলিশ অফিসারদের  উপর হামলা করে দুই পুলিশ  আহত হন।
এ সময় অফিসারদের মোবাইলসহ ইমিগ্রেশনের কাজে ব্যবহ্নত  সরকারী গুরুত্বপূর্ন মালামাল ভাংচুর করে তারা।  হামলায় এসআই বাহাদুর মিয়া ও এএসআই আতিকুর রহমান আহত হন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান,এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রস্তুতি চলছে।

আখাউড়া চেকপোষ্টে হামলা, দুই পুলিশ আহত, আটক ২

botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৬০জন অসহায় প্রতিবন্ধির হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, দরিদ্র জনগোষ্ঠীর পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মোঃ শাহেদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ সহ প্রশাসনের কর্মকর্তারাগন।
###

প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরন


botvনিউজ:

দীর্ঘ প্রতিক্ষার পর ২৪ জনিুয়ারি বুধবার উদ্বোধন হচ্ছে আশুগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য কমপ্লেক্সটি উদ্বোধন করার কথা রয়েছে।

২০১০ সালের ১২ মে আশুগঞ্জের একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ি ২০১২ সালের ২৪ জানুয়ারি উপজেলা পরিষদ ভবনের নিচ তলার একটি কক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চালু হয়।
পরে ২০১৪ সালের ৯ নভেম্বর উপজেলা পরিষদের পাশে পাঁচ একর জমিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়। এর নির্মানকাজ বাস্তবায়ন করেন ঢাকা মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ১৭ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল কমপ্লেক্সটির নির্মানকাজ শেষে ২০১৬ সালের নভেম্বর মাসে ঠিকাদার স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১০টি পদ থাকলেও বর্তমানে চারটিপদ শূন্য রয়েছে। এছাড়া তৃতীয় শ্রেণির ৪৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছে ৪০জন।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরোয়ার মাহবুব বলেন, ৫০ শয্যা নামে হলেও মূলত এটি ৩১ শয্যার হাসপাতাল। এখানে এক্স-রে মেশিন পাওয়া গেলেও আল্ট্রাসনোগ্রাফ ও ইসিজির কোনো মেশিন এখনো বরাদ্দ দেয়া হয়নি। চিকিৎসক স্বল্পতার কথা তিনি স্বীকার করে তিনি বলেন, বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার জানান, আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যা সমাধানের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রীকে অবহিত করবো।
###

৫০ শয্যা বিশিষ্ট আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন


botvনিউজ:

জাতীয়করণের দাবিতে মঙ্গলবার সকালে অবস্থান কর্মসূচী পালন করে ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাররা।
মঙ্গলবার দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালিত হয়। অবস্থান কর্মসূচী পালনকালে তারা চাকুরি সরকারী করণের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

অবস্থান কর্মসূচী চলাকালে ফয়জুলনেছা, মাসুদ রানা, কামরুল ইসলাম, ফাতেমা বেগম বলেন, কমিউনিটি ক্লিনিক জনগনকে দেয়া প্রধানমন্ত্রীর উপহার।

মাঠপর্যায়ে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাররা স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি বিষয়ক পরামর্শ, গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, স্বাভাবিক প্রসব, ডায়াবেটিক প্রেসার মাপাসহ জনগনকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।

তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষনা করেছিলেন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের চাকুরি জাতীয়করণ করা হবে। তারা জানান, ২০১৩ সালের ১৯ সেপ্টম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ৪৬৬৮নং স্মারকে দেশের সকল জেলার সিভিল সার্জনদেরকে এক চিঠির মাধ্যমে জানানো হয় যে, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচপি) দের চাকুরি জাতীয় এবং স্থায়ীকরণ করা হবে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও এই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
###

কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচী পালন

“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিকের সভাপতিত্বে ও ডাঃ জুবায়ের আহমেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামান। বক্তব্য রাখেন খামারী নজরুল ইসলাম ও বাঙাল মিয়া প্রমূখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারী, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###

নাসিরনগরে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

botvনিউজ:

বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, জাতীয় সংসদের নাসিরনগর আসনের আসন্ন উপ-নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। উপ-নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। তিনি বলেন, দলের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না। তিনি গতকাল সোমবার সকালে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা শেষে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অসিম পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, আপনাদের সকলকে সরকার, দেশ ও জনগনের স্বার্থ রক্ষায় সব সময় সচেষ্ট থাকতে হবে। আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠন করে তৃণমূল পর্যায়ে দলকে আরো শক্তিশালী করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দলের সকল নেতা- কর্মীকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদুল হক ভুইয়া, জেলা যুবলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন, জেলা সে¦চ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ লোকমান হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি এস.এম সাফি মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সহ-সভাপতি কে এম আলমগীর, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক আইরিন পারভীন, কেন্দ্রীয় যুব মহিলালীগের শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক এমবি কানিজ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেব, পূর্বভাগ ইউনিয়ন যুবলীগ আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিরউদ্দিন রানা প্রমূখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।

###

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-জেলা আওয়ামীলীগের সভাপতি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পজেলার বিদ্যাকুট অমর বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায়  মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে লালকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল।

অনুষ্ঠান উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম। উপস্থিত ছিলেন সাংবাদিক হাদিস মিয়া, ইব্রাহীম খলিল, শিবপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ ইহসানুল হক, বিদ্যাকুট অমর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, সদস্য মাহাবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে উৎসাহিত করে বলেন, তরুণ প্রজন্মই আগামীদিনে একটি সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে পারে। শিক্ষার্থী, তাদের সহাপাঠী, শিক্ষক ও অভিভাবকরা সচেতন থাকলে সমাজ থেকে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে অবশ্যই বন্ধ হবে। এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

###

লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক সভা


botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম, দেশের প্রখ্যাত মাওলানা মোখলেছুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সকালে জেলা শহরের মেড্ডায় বাইতুল নুর মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মেড্ডা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন তাঁর পুত্র কুমিল্লার বো আরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা মুস্তাফিজ আল আমিন জুনায়েদ।

শনিবার বিকেলে তিনি তার পূর্ব মেড্ডাস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও পুত্রবধূসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দেশের প্রখ্যাত মাওলানা মোখলেছুর রহমানের দাফন সম্পন্ন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী ব্রাহ্মণবাড়িয়া মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে brahmanbariaonlinetv ‍studio তে প্রিয়নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে কেককাটা হয়।

অনলাইন টিভি’র প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,সময়  টেলিভিশনের ক্যামেরাম্যান  জুয়েলুর রহমান ও জেলা ছাত্রলীগনেতা মো: ইমরান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আ ব র নি  সংগঠনের সদস্য সফিকুল হক শাকিল, মো: ইদ্রিস মিয়া, সুমন আহমেদ, হেলাল আহমেদ, সালে উদ্দিন সালেক ও রাজীব ।

জীবন্ত কিংবদন্তী নেতার জন্মদিন উদযাপন করেছে brahmanbariaonlinetv

 

botvনিউজ:
পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চায় দৃষ্টিপ্রতিবন্ধী আমিরুল ইসলাম মানিক-(৪১)। বর্তমানে পরিবার পরিজন নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। কর্মসংস্থানের মাধ্যমে তাকে পুনর্বাসন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মরহুম আবদুল আওয়ালের ছেলে আমিরুল ইসলাম মানিক বর্তমানে পৌর এলাকার পশ্চিম মেড্ডা নোয়াপাড়ায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন। অন্যের সহায়তার উপরই চলছে তাঁর সংসার।
আমিরুল ইসলাম মানিক জানান,পৈত্রিক বাড়ি ভাটপাড়ায় হলেও সেখানে তাদের কোন জায়গা-জমি এমনকি বাড়ি নেই। তাই বাধ্য হয়েই নোয়াপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন। পরিবারে রয়েছেন তার বৃদ্ধ মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে। ৫জনের সংসার নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। মানিক জানান, তিনি যখন তৃতীয় শ্রেণীতে পড়েন, তখন তার ১০ বয়স বছর। তখন তার চোখে সমস্যা দেখা দেয়। এক সময় তিনি দু’চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। দৃষ্টি প্রতিবন্ধী হলেও তিনি থেমে থাকেননি। ২০০৫ সালে ব্রেইল পদ্ধতিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.এস পাশ করেছেন। তারপর একটি এনজিওতে চাকুরী নেন। ভালোই কাটছিল তার দিনকাল। কিন্তু সেখানে মাত্র ৪ বছর চাকুরী করার পর এনজিওর প্রকল্প শেষ হয়ে যায়। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তার চাকুরীও শেষ হয়ে যায়। এর পর থেকেই তিনি বেকার। মানিক বলেন, নিজের সহায়-সম্পত্তি, বাড়ি-ঘর না থাকায় তিনি পরিবারের ৫ সদস্যকে নিয়ে পশ্চিম মেড্ডার ভাড়া বাসায় মানবেতর জীবন-যাপন করছেন। তিনি বলেন, পরিবারের আয়ের কোন উৎস নেই। শ্বশুর বাড়িসহ মানুষের সহায়তায় চলে তার পরিবার। আমিরুল ইসলাম মানিক বলেন, তিনি দৃষ্টিপ্রতিবন্ধী হলেও এ পর্যন্ত সরকারীভাবে কোন ধরনের সাহায্য-সহযোগীতা পাননি। তিনি কর্মসংস্থানের মাধ্যমে তাকে পুনর্বাসন করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
###

পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চায় দৃষ্টিপ্রতিবন্ধী মানিক

ফেসবুকে আমরা..