botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী ব্রাহ্মণবাড়িয়া মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে brahmanbariaonlinetv ‍studio তে প্রিয়নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে কেককাটা হয়।

অনলাইন টিভি’র প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,সময়  টেলিভিশনের ক্যামেরাম্যান  জুয়েলুর রহমান ও জেলা ছাত্রলীগনেতা মো: ইমরান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আ ব র নি  সংগঠনের সদস্য সফিকুল হক শাকিল, মো: ইদ্রিস মিয়া, সুমন আহমেদ, হেলাল আহমেদ, সালে উদ্দিন সালেক ও রাজীব ।

জীবন্ত কিংবদন্তী নেতার জন্মদিন উদযাপন করেছে brahmanbariaonlinetv

 

botvনিউজ:
পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চায় দৃষ্টিপ্রতিবন্ধী আমিরুল ইসলাম মানিক-(৪১)। বর্তমানে পরিবার পরিজন নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। কর্মসংস্থানের মাধ্যমে তাকে পুনর্বাসন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মরহুম আবদুল আওয়ালের ছেলে আমিরুল ইসলাম মানিক বর্তমানে পৌর এলাকার পশ্চিম মেড্ডা নোয়াপাড়ায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন। অন্যের সহায়তার উপরই চলছে তাঁর সংসার।
আমিরুল ইসলাম মানিক জানান,পৈত্রিক বাড়ি ভাটপাড়ায় হলেও সেখানে তাদের কোন জায়গা-জমি এমনকি বাড়ি নেই। তাই বাধ্য হয়েই নোয়াপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন। পরিবারে রয়েছেন তার বৃদ্ধ মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে। ৫জনের সংসার নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। মানিক জানান, তিনি যখন তৃতীয় শ্রেণীতে পড়েন, তখন তার ১০ বয়স বছর। তখন তার চোখে সমস্যা দেখা দেয়। এক সময় তিনি দু’চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। দৃষ্টি প্রতিবন্ধী হলেও তিনি থেমে থাকেননি। ২০০৫ সালে ব্রেইল পদ্ধতিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.এস পাশ করেছেন। তারপর একটি এনজিওতে চাকুরী নেন। ভালোই কাটছিল তার দিনকাল। কিন্তু সেখানে মাত্র ৪ বছর চাকুরী করার পর এনজিওর প্রকল্প শেষ হয়ে যায়। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তার চাকুরীও শেষ হয়ে যায়। এর পর থেকেই তিনি বেকার। মানিক বলেন, নিজের সহায়-সম্পত্তি, বাড়ি-ঘর না থাকায় তিনি পরিবারের ৫ সদস্যকে নিয়ে পশ্চিম মেড্ডার ভাড়া বাসায় মানবেতর জীবন-যাপন করছেন। তিনি বলেন, পরিবারের আয়ের কোন উৎস নেই। শ্বশুর বাড়িসহ মানুষের সহায়তায় চলে তার পরিবার। আমিরুল ইসলাম মানিক বলেন, তিনি দৃষ্টিপ্রতিবন্ধী হলেও এ পর্যন্ত সরকারীভাবে কোন ধরনের সাহায্য-সহযোগীতা পাননি। তিনি কর্মসংস্থানের মাধ্যমে তাকে পুনর্বাসন করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
###

পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চায় দৃষ্টিপ্রতিবন্ধী মানিক

botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয় বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলার ৯টি উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আসাদুজ্জামানে সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
###

জেলা প্রশাসক কার্যালয়ে উন্নয়ন বিষয়ে কর্মশালা

শহর প্রতিনিধ:

ব্রাহ্মণবাড়িয়া  ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে পৌরসভার সার্ভিস এসোসিয়েশন  ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, সরকারি কোষাগার থেকে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের জন্য  সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সোমবার থেকে কর্মবিরতী শুরু করেছে।
গতকাল সোমবার সকালে পৌর ভবন প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার। এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, উপদেষ্টা ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউছার, সংরক্ষণ কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান প্রমুখ।

##

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভিস এসোসিয়েশন কর্মবিরতি

সদর উপজেলার সকল প্রতিষ্ঠান

০১. বাসুদেব ইউনিয়ন

০২. মাছিহাতা ইউনিয়ন

০৩. সুলতানপুর ইউনিয়ন

০৪. রামরাইল ইউনিয়ন

০৫. সাদেকপুর ইউনিয়ন

০৬. নাটাই (উত্তর)ইউনিয়ন

০৭. নাটাই (দক্ষিণ)ইউনিয়ন

০৮. সুহিলপুর ইউনিয়ন

০৯. মজলিশপুর ইউনিয়ন

১০. বুধল ইউনিয়ন

১১. তালশহর(পূর্ব)

সদর উপজেলার ইউনিয়ন সমূহ:

 সাধারণ তথ্যাদি:

জেলা সদর হতে দূরত্ব  ৪ কিঃমি
আয়তন  

২৩৭.৩৪বর্গ কিঃ মিঃ

জনসংখ্যা  ৫,২১,৯৯৪জন।

পুরুষ  -২,৫৮,৫০৩জন

মহিলা- ২,৬৩,৪৯১ জন

জনসংখ্যার ঘনত্ব(প্রতি বর্গ কিঃ মিঃ)  ২,১৯৯জন।
মোট পরিবার (খানা)  ৯৫,৮০২টি
নির্বাচনী এলাকা  ২৪৩- ব্রাহ্মণবাড়িয়া ২,৩
গ্রামঃ   ১৪৬টি
ইউনিয়নঃ  ১১ টি
পৌরসভাঃ  ০১ টি
নদ-নদীঃ  ০১ টি
হাট-বাজারঃ  ১৩ টি
শিল্প নগরীঃ  ০১ টি

এক নজরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা

নির্বাচনী এলাকার নাম ও নম্বর :

২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১         (নাসিরনগর উপজেলা এবং সদর উপজেলার বুধন্তি, চান্দুরা, হরষপুর ইউপি)

২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২           (সরাইল ও  আশুগঞ্জ উপজেলা )

২৪৫ ব্রাহ্মণবাড়িয়া-৩         (সদর ও বিজয়নগর উপজেলা)

২৪৬ ব্রাহ্মণবাড়িয়া-৪         (আখাউড়া ও কসবা উপজেলা)

২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫          (বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন ব্যতিত নবীনগর উপজেলা)

২৪৮ ব্রাহ্মণবাড়িয়া-৬        (বাঞ্ছারামপুর উপজেলা এবং নবীনগর উপজেলার বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন)

জেলায় ৬টি নির্বাচনী এলাকা

 

রামরাইল   ২৭,৮০০
নাটাই( উত্তর)   ২৪,৩৪৩
বুধল   ২০,০২৩
নাটাই( দক্ষিণ)   ২৫,১৮৩
তালশহর(পূর্ব)   ১৮,৫০৭
বাসুদেব   ২৯,৯৭৩
সুলতানপুর   ২৭,২৩৯
সুহিলপুর   ৩৪,১১৪
মাছিহাতা   ৩৪,৪২২
সাদেকপুর   ১৬,৭৭৪
মজলিশপুর   ২১,৮৩৫

ইউনিয়ন ভিত্তিক সদর উপজেলার জনসংখ্যা

ফেসবুকে আমরা..