সুমন আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫টি উপজেলা পরিষদের নির্বাচনে তিনটিতে বিদ্রোহী এবং দুইটিতে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, সরাইল উপজেলা ও নবীনগর উপজেলা পরিষদে চেয়ারম্যানপদে বিদ্রোহী প্রার্থীরা এবং নাসিরনগর উপজেলা ও আশুগঞ্জ উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর আগে একাধিক প্রার্থী না থাকায় জেলার কসবা ও আখাউড়া উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদঃ-
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজুর রহমান ( আনারস প্রতীক) ৬৮ হাজার ২৩৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৯০৭ ভোট।

 

নাসিরনগর উপজেলা পরিষদঃ-
নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রাফি উদ্দিন আহম্মদ (নৌকা প্রতীক) ৫৯ হাজার ৪৬১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম, মনিরুজ্জামান সরকার ( আনারস প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৫৭৪ ভোট।

সরাইল উপজেলা পরিষদঃ-
সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া প্রতীক) ৩১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী মোঃ শের আলম মিয়া ( মোটর সাইকেল প্রতীক) পেয়েছেন ২২ হাজার ৭৫৮ ভোট।

আশুগঞ্জ উপজেলা পরিষদঃ-
আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হানিফ মুন্সী (নৌকা প্রতীক) ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ৫৫৫ ভোট।

 

নবীনগর উপজেলা পরিষদঃ-
নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান (দোয়াত- কলম প্রতীক) ৪৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু পেয়েছেন ৪৮ হাজার ৬৯০ ভোট।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর মধ্যে কসবা উপজেলায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও আইনমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন এবং আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভূইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

###

উপজেলা পরিষদের নির্বাচন তিনটিতে বিদ্রোহী এবং দুইটিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা জয়ী

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার জেলার ৩১০টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৮০টি মাদরাসায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

সরজমিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা সু-শৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছে।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র অয়ন বিশ্বাস ও ফাইজুর রহমান জানায়, স্টুডেন্টস কেবিনেটের নির্বাচনে ভোট দিতে পেরে ভাল লাগছে। আমরা ভোট দিয়ে আমাদের নেতা নির্বাচন করবো।

একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র হুমায়ূন কবির জানায়, উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছি। এতে খুবই ভালো লাগছে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরীতে এই নির্বাচন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

বিদ্যালয় চত্বরে উপস্থিত অভিভাবক ডাঃ রাজিব হোসেন বলেন, এই নির্বাচন ইতিবাচক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নেতৃত্ব দেয়ার যে একট বিষয় তারা কিন্তু স্কুল পর্যায় থেকে শিখতে পারবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন জানান, স্টুডেন্টস কেবিনেটের নির্বাচন নিঃ সন্দেহে প্রসংশনীয়। কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়বে। তাই এই নির্বাচন নেতৃত্বের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেনীর মোট ৮টি পদের বিপরীতে ৩১জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করছে। বিদ্যালয়ের মোট ভোটার ১হাজার ৭শ ৫৪জন। তারা নির্বাচনের মাধ্যমে আগামী ১ বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবে।

ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে মাদরাসার শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। মাদরাসার সুপার মোঃ আবু তাহের জানান, মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্টুডেন্টস কেবিনেটের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৩৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন পর্যবেক্ষণ করেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার।

সরাইল উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার নূর বলেন, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার এক বড় প্রক্রিয়া। ভোটারদের পছন্দমত নেতা নির্বাচনের প্রশিক্ষণ হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আমরা শুধু তাদের দেখাশুনা করছি। নির্বাচনের পুরো দায়িত্বটা পালন করছে শিক্ষার্থীরা।
###

উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় ৩১০টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

botvনিউজ:

ভারত সরকারের অর্থায়নে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ক্লিনিক গুলোর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে দু’দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দীর্ঘজীবি হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক আল- মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম সফিকুল্লাহ, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম. স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী শওকত মহীবুর রব সহ জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
###

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ৮টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

 

botvনিউজ:

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার দুপুর ১২টার দিকে সার্কিট হাউজ চত্বর থেকে জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা খানের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহেদুল ইসলাম।

জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাফরুল আহসান ভূইয়া, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শাহ আলম, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুল ইমলাম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহেদুল ইসলাম বলেন, ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে সচেতনতার জন্যেই এই আয়োজন। সচেতনতার ফলে যে কোন দুর্যোগে প্রাণহানির সংখ্যা কম হয়।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা অংশ নেয়।
###

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” নামে একটি বে-সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বে-সরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং তাঁর সহধর্মীনি মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

মোকতাদির চৌধুরী এমপির ব্যক্তিগত সহকারী আবু মুছা আনসারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ মার্চ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সংক্রান্ত কাগপত্রে সাক্ষর করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরে ক্যাম্পাস ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে সদর উপজেলার রামরাইল অথবা অন্য কোনো জায়গায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

botvনিউজ:

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ্ আলমগীরের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক মুতাছিম বিল্লাহ, সাংবাদিক মোঃ আরজু, আল আমীন শাহীন, রিয়াজ উদ্দিন জামি, কাউসার এমরান, সৈয়দ মো. আকরাম ও আব্দুন নূর।

সভায় বক্তারা বরেণ্য সাংবাদিক শাহ্ আলমগীরের সাথে নিজেদের স্মৃতিচারণ করে বলেন, শাহ্ আলমগীর একজন আপাদস্তক সাংবাদিক ছিলেন। তাঁর রন্দ্রে রন্দ্রে ছিল সংবাদ ও সাংবাদিকতা। কীর্তিমান এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক অঙ্গণে যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়। তবে শাহ্ আলমগীর তাঁর কর্মগুণে আজবীন বেঁচে থাকবেন সবার মনে।
###

পিআইবির মহাপরিচালক শাহ্ আলমগীরের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার মধ্যে ৭ উপজেলার নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া, কসবা ও নবীনগর। জেলার বিজয়নগর ও বাঞ্চারামপুর উপজেলার নির্বাচনের তারিখ এখনো ঘোষনা করা হয়নি।

নির্বাচনের তারিখ ঘোষিত হওয়া এই ৭ উপজেলার মধ্যে তিনটিতে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান ও বাকী চারটিতে বিএনপির দলীয় চেয়ারম্যানগন ক্ষমতায় রয়েছেন।
এর মধ্যে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলায় আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান ও বাকী চারটিতে বিএনপির দলীয় চেয়ারম্যানগন ক্ষমতায় আছেন।
চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৭ উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করেছে আওয়ামীলীগ।

প্রার্থীরা হলেন, নাসিরনগর উপজেলায় নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ, সরাইল উপজেলায় শফিকুর রহমান, আশুগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ হানিফ মুন্সী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আখাউড়া উপজেলায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, কসবা উপজেলায় কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও আইনমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব রাশেদুল কাওসার ভূইয়া জীবন ও নবীনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বর্তমান চেয়ারম্যানদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মোঃ জাহাঙ্গীর আলম মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন বঞ্চিত হয়েছেন নাসিরনগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভূইয়া।

ঘোষিত প্রার্থীদের মধ্যে তিনজন নতুন মুখ। এরা হলেন, নাসিরনগর উপজেলায় ডাঃ রাফিউদ্দিন আহমেদ, কসবা উপজেলায় রাশেদুল কাওসার ভূইয়া জীবন ও নবীনগর উপজেলায় কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু।
প্রার্থীদের মধ্যে গত উপজেলা পরিষদ নির্বাচনে আবুল কাশেম কসবায় এবং মোঃ হানিফ মুন্সী আশুগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচন করে পরাজিত হন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ৭ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়ন ঘোষনা করা হলেও মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের মধ্যে তেমন কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে নাসিরনগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার জানিয়েছেন তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।
###

উপজেলা পরিষদের নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়ন বঞ্চিত হয়েছেন বর্তমান দুই চেয়ারম্যান

botvনিউজ:

ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচী পালন করবে। ৭ই মার্চের কর্মসূচী প্রণয়ণে আগামী ৫ ই মার্চ সন্ধ্যা ৬ টায় শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় জেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ,উপজেলা ও শহর আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার অনুরোধ জানিয়েছেন।

৭ই মার্চ উদযাপনে ৫ মার্চ জেলা আওয়ামীলীগের প্রস্তুতিসভা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“ভোটার হব, ভোট দেব” – এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় পৌর এলাকার কাউতলি বাস স্ট্যান্ড থেকে জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের নেতৃত্বে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব তাঁর ভোটাধিকার প্রয়োগ করা। অনেকেই নতুন ভোটার হতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। নাগরিকদের এসব ভোগান্তি নিরসনে কাজ করছে নির্বাচন কমিশন। ১৮ বছর বা তদুর্ধ্ব যে কোনো বাংলাদেশি নাগরিক ভোটার হতে পারবেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দূর-রে শাহ্ওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শাহ্ আলম ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
###

জাতীয় ভোটার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা সভা

botvনিউজ:

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক ক্লাব। এক শোক বার্তায় জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি  মো: হারুন অর রশিদ, সহ সভাপতি মো: রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মো: হাসান আলী রেজা দোজা, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি. এম. সাগর  গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা বলেন- শাহ আলমগীরের নীতি ও আদর্শ সাংবাদিকদের জন্য অনুস্মরণীয়। তার মৃত্যুতে বাংলাদেশের মিডিয়া জগৎ একজন অভিভাককে হারাল।
                                                         ###

শাহ আলমগীর’র ইন্তেকালে জাতীয় সাংবাদিক ক্লাব’র শোক

ফেসবুকে আমরা..