ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


স্টাফ রিপার্টার,ব্রাহ্মণবাড়িয়া

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণর শুভ জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় জেলা পূজা উৎযাপন পরিষদের উদ্যােগে শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

বাংলাদশ পূজা উদযাপন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সামশ রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হাসান রাজা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতােষ রায় প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, করােনাভাইরাসের কারণে এ বছর জন্মাষ্টমীর অনুষ্ঠান সীমিত করা হয়েছ। আপনাদের অনুষ্ঠানে আমরা এসেছি আনন্দ ভাগ করার জন্য। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমরা সকলে মিলে শুভ জন্মাষ্টমীর শুভক্ষণ প্রার্থনা করব আমরা যেন এই মহামারী থেকে মুক্ত হতে পারি।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে শহরের রাধামাধব মন্দির ইসকন এর উদ্যােগ আলোচনা সভা, অভিষেকসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মের লােকজন সকাল থেকে রাত পর্যন্ত উপবাস করেন। এরপর পূজা অর্চনা শেষে ফলমূল, মিষ্টি, প্রসাদ গ্রহণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..