ভৈরবের নাটালমোড় এলাকা থেকে পৃথকভাবে অভিযান চালিয়ে ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। আজ সকালে এক গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরবের নাটালমোড় এলাকায় অভিযান চালিয়ে তারা চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ সেলিম মিয়া(৩৭), পিতা-মৃত মমির মিয়া, ২। এনামুল হক (২৫), পিতা-মোঃ মোখলেছ মিয়া, উভয়সাং-দেবনগর,থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ৩।মোঃ হানিফ মিয়া (২৭), পিতা-মোঃ ফজলু মিয়া, সাং-খাসহাওলা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ৪। মোঃ লিটন মিয়া (৩২), পিতা-মোঃ আবু চান, সাং-ধলা , থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা। এ সময় আসামীদের কাছ থেকে ১২.৫ কেজি গাঁজা, ২টি মটরসাইকেল ও নগদ ২০০০ টাকা উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, সে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার সিমান্তবর্তী এলাকা দিয়ে চালানকৃত গাঁজা দেশের ভিতরে নিয়ে আসত। এবং সেই গাঁজার চালানটি ভৈরব ও নরসিংদীর এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রেস রিলিজ
Priligy
https://prednisonebuyon.com/ – prednisone for dogs no rx
gabapentin dog