আশুগঞ্জের টোলপ্লাজা এলাকা থেকে অভিযান চালিয়ে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (১৩ মে) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তারা দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ মহিদুল (২৮), পিতা-মৃত হক মিয়া খলিফা, সাং-চালিতাবুনিয়া, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট, বর্তমান ঠিকানা সাং-পশ্চিম নন্দীপাড়া, হোল্ডিং নং-৩৮৭, থানা-খিলগাঁও, ডিএমপি-ঢাকা, ২। মোঃ ফয়সাল হাজারী (২৬), পিতা-মৃত বাবুল হাজারী, সাং-দাশোত্তর, থানা-টংগীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা-পশ্চিম নন্দীপাড়া হোল্ডিং-১২২৭, ওয়ার্ড নং-৭৪, থানা-খিলগাঁও, ডিএমপি-ঢাকা। এ সময় আসামীদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সিমান্তবর্তী এলাকা দিয়ে চালানকৃত গাঁজা দেশে নিয়ে আসত। এবং সেই গাঁজার চালানটি রাজধানীর এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রেস রিলিজ