সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডঃ আনিসুল হকের পিতা অ্যাডঃ সিরাজুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কোরআনখানি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখায়্যাত হোসেন নয়নের পরিচালনায় সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম ভূইয়া, আব্দুল হালিম হেলাল, ড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, মনির খান প্রমুখ।

এদিকে প্রয়াত সিরাজুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদানে উৎসাহ দিতে সেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’ গণস্বাক্ষর ও কমপোর্ট ডায়াগনস্টিক সেন্টার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন করে।
###

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর অ্যাডঃ সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উদ্যোগে ৬শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়াব আসলাম হাবিবের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী, সৈয়দা নাখলু আক্তার প্রমূখ। পরে অতিথিগন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস.এস.সি ও এইচ.এস.সি’র ৬৬৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৭ লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করেন।
###

জলা পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ফেসবুকে আমরা..