সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে সড়ক পথে কমান্ডভুক্ত ৭ জেলায় পুনরায় সার সরবরাহ শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় মধ্যস্থতায় ডিলার-ও ট্রাক শ্রমিকদের মধ্যে হওয়া মতবিরোধের অবসান হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে পুনরায় সড়কপথে সার পরিবহন শুরু হয়।

এর আগে সার ডিলার ও ট্রাক শ্রমিকদের মতবিরোধের কারনে গত বুধবারসহ দু’দফায় তিনদিন সার সরবরাহ বন্ধ থাকে। ফলে আশুগঞ্জ সার কারখানা থেকে কারখানার কমান্ডভুক্ত ৭ জেলায় ( ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুর) ডিলারদের মধ্যে সড়কপথে সার সরবরাহ বন্ধ থাকে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে সড়কপথে সার সরবরাহ শুরু হলেও সার ডিলার এবং ট্রাক শ্রমিকদের মাঝে কিছু বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। যা সমাধানে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার দ্বি-পক্ষীয় আলাচনার কথা রয়েছে।

সার ডিলার এবং ট্রাক শ্রমিক সূত্রে জানা গেছে, আশুগঞ্জ সারকারখানায় উৎপাদিত ও বিসিআইসি কর্তৃক আমদানিকৃত সার কারখানার কমান্ডভুক্ত ৭ জেলার ডিলারদের মধ্যে বরাদ্দ করা হয়। ডিলাররা তাদের বরাদ্ধকৃত সার কারখানা থেকে উত্তোলন করে সিংহ ভাগ সার ট্রাক দিয়ে সড়কপথে নিজ নিজ জেলায় নিয়ে যান। দীর্ঘদিন ধরে প্রতি ট্রাকে ১৫ টন করে সার পরিবহন করা হলেও কোন প্রকার পূর্ব ঘোষনা ছাড়াই ট্রাক শ্রমিকরা প্রতি ট্রাকে ১৩ টনের বেশী সার পরিবহন করতে অস্বীকৃতি জানায়। এদিকে সার ডিলারগণ প্রতি ট্রাকে পূর্বের মতো ১৫ টন সার পরিবহনে অনঢ় থাকে।
ফলে দু’দফায় গত শুক্রবার সারাদিন ও শনিবার দুপুর পর্যন্ত এবং গত বুধবার সারাদিন কারখানা থেকে সার উত্তোলন ও সড়কপথে পরিবহন বন্ধ থাকে।

উদ্বুত পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ও সার ডিলারগণ বিষয়টি জেলা-উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা প্রশাসন গত বুধবার বিকেলে সংশ্লিষ্ট সব পক্ষের (কারখানা কর্তৃপক্ষ, সার ডিলার, ট্রাক মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও পরিবহন ঠিকাদার নেতৃবৃন্দ) সাথে বৈঠকে বসেন। বৈঠকে সব পক্ষের সমঝোতার ভিত্তিতে আগের নিয়মে সার পরিহনে সম্মত হওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে পুণরায় সার পরিবহন শুরু হয়।

তবে সার পরিবহন শুরু হলেও ডিলার এবং শ্রমিকদের মাঝে কিছু বিষয়ে মতবিরোধ থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় আবারো আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোঃ ইদন মিয়া মিন্টু বলেন, বৈঠকে কিছু বিষয়ে সমাধান হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে সিরিয়ালের মাধ্যমে ট্রাকে পুনরায় সার পরিবহন শুরু হয়েছে। তিনি বলেন, তবে কিছু বিষয় নিয়ে মতবিরোধ থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ডিলার সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হবে।

এ ব্যাপারে জেলা সার ডিলার সমিতির সভাপতি মোঃ জালাল উদ্দিন আহমেদ বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে সার পরিবহন শুরু হয়েছে। শ্রমিক নেতৃবৃন্দ কিছু বিষয় নিয়ে সন্ধ্যায় আলোচনা করবে বলে জানিয়েছেন।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিমুল হায়দার জানান, বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার দুপুর থেকে সার পরিবহন শুরু হয়েছে।
###

আশুগঞ্জ সার কারখানা থেকে সড়ক পথে ফের সার পরিবহন শুরু

সুমন আহম্মেদঃ
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারো ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল বুধবার বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়িতে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। পূজা চলাকালে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মন্দিরে উপস্থিত ভক্ত পূজারি কাজল সরকার ও রঞ্জিত শীল জানান, ব্যবসা বানিজ্য প্রসারসহ কারিগরি বিদ্যায় দক্ষতা অর্জনের জন্যে দেব শিল্পী বিশ্বকর্মা দেবের পূজা করছেন তারা । পূজাকে কেন্দ্র করে বুধবার ভক্তরা উপবাস থেকে বিশ্বকর্মা দেবের রাতুল চরণে পুস্পাঞ্জলী প্রদান করেন।

মন্দিরের পুরোহিত মদন মোহন চক্রবর্তী জানান, স্বর্গের সৃষ্টিকর্তা এবং নির্মান শৈলী শিল্পী দেবতা হচ্ছে বিশ্বকর্মা। কর্মকার, দারুশিল্প, স্থাপত্যশিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, মৃৎশিল্প, নরসুন্দর সম্প্রদায় বিভিন্ন স্থাপত্য শিল্পকর্মে যুক্ত ব্যক্তিরা নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মা পূজা করেন। পূজা শেষে পুস্পাঞ্জলী প্রদানের মাধ্যমে দেশ জাতির কল্যান কামনা করেছেন ভক্তরা।

এদিকে শহরের সড়ক বাজার, লাখি বাজারে স্বর্ণ শিল্পীদের উদ্যোগেও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। রাতে বিশেষ ভক্তিমূলক অনুষ্ঠানসহ মহা প্রসাদ বিতরন করা হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় তামিম-(৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার নারায়নপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম নারায়ণপুর গ্রামের মধ্যপাড়ার শাহীন মিয়ার ছেলে ও নারায়ণপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা ১১টার দিকে তামিম স্কুলের সামনের একটি দোকানে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে অটোরিকশা তাকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে গেছে।
###

নবীনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

ফেসবুকে আমরা..