সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক কাজী পাপেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা বাইপাস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেয়। ভিকটিম ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মানববন্ধন চলাকালে ভিটটিমের পিতা বলেন, গত ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে তার শিশু কন্যা ও ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ছাত্রী ঘাটুরা গ্রামের গ্যাস সংযোগের ঠিকাদার কাজী পাপেল এর বাড়ীতে দুধ দিতে গেলে কাজী পাপেল তাকে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় তার কন্যা কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয়া হয়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে তিনি পরদিন নিজে বাদী হয়ে কাজী পাপেলকে প্রধান আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিন সন্ধ্যায় ধর্ষক কাজী পাপেলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বলেন, মামলা দায়েরের পর থেকেই মামলা প্রত্যাহারের জন্য কাজী পাপেলের পরিবারের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন।

মানববন্ধনে অংশ নেয়া ঘাটুরা গ্রামের ইউপি সদস্য ও ঘাটুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খন্দকার মহসিন অভিযোগ করে বলেন, এর আগেও কাজী পাপেল এলাকায় একাধিক ধর্ষনের ঘটনা ঘটায়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে ঘাটুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুন নাহার বলেন, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ধর্ষকের ফাঁসির দাবি জানাই।
###

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৮ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল ও পুরষ্কার বিতরনী গতকাল বুধবার সকালে উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে কুন্ডা উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা।

অনুষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
###

নাসিরনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

সুমন আহম্মেদঃ
র্দীঘ প্রায় ৬ বছর জাতীয় টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত থাকা হাবিবুর রহমান পারভেজ চ্যানেলটির স্টাফ রিপোরর্টার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আজ বুধবার এশিয়ান টেলিকাস্ট লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ শেখ কাদির স্বাক্ষরিত একটি নিয়োগপত্র তার হাতে তুলে দেয়া হয়েছে। একই সাথে সাংবাদিক নুরুন্নবী ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গত ২০১৩ সালের ১ ডিসেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি দায়িত্ব পান সাংবাদিক ও সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান পারভেজ।

গত ২০১৬ সালের শেষের দিকে সারাদেশের ৬৩ জেলা প্রতিনিধি নিয়োগ একদিনের নোটিশে বাতিল করেন এশিয়ান টেলিভিশন র্কতৃপক্ষ। কিন্তু যোগ্যতা ও সততা বিবেচনায় সারাদেশের মধ্যে শুধুমাত্র তার নিয়োগই বহাল রাখেন র্কতৃপক্ষ।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় জন্ম নেয়া হাবিবুর রহমান পারভেজ র্বতমানে সামাজিক ও সাংস্কৃিতক সংগঠন আবরণির নির্বাহী পরিচালক এবং ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টেলিভিশনের সম্পাদক। তাছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয় জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন।

হাবিবুর রহমান পারভেজ ২০০০ সালে তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের সদস্য হওয়ার মধ্য দিয়ে সাংগঠনিক র্চচা শুরু করেন। ২০০৪ সালে তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক, ২০০২ সালে যুগান্তর স্বজন সমাবেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, ২০০৫ সালে প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি, ২০০৮ সালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম-আবায়ক, ২০০৯ সালে ঘাতক-দালালর্ নিমূল কমিটির প্রচার সম্পাদক, ২০১০ সালে কালের কন্ঠের পাঠক সংগঠন ‘ শুভসংঘ’ এর সাধারণ সম্পাদক হয়ে কাজ করেন। তিনি ২০১৩ সালে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক এবং ২০১৪ সালে জেলা নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহন করেন। এছাড়া তিনি জেলা শিল্পকলা একাডেমী, পাবলিক লাইব্রেরী, রেড ক্রিসেন্ট, এপেক্স ক্লাব ও সম্মিলিত সাংস্কৃিতক জোটের সাথে যুক্ত আছেন।

###

এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেলেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী পারভেজ

ফেসবুকে আমরা..