সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের নব-গঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সম্প্রতি সাবেক হয়ে যাওয়া আহবায়ক কমিটির নেতারা। নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে রোববার দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক কমিটির আহবায়ক মোঃ জিয়াউদ্দিন খন্দকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ জিয়াউদ্দিন খন্দকার বলেন, ২০১৪ সালের ১৯ অক্টোবর তাদের কমিটি অনুমোদন হয়। কমিটির প্রতি নির্দেশনা ছিলো উপজেলার ইউনিয়ন কমিটিগুলোর সম্মেলন করা। তিনি বলেন, আমরা ইউনিয়নের কমিটিগুলো করে উপজেলা সম্মেলন করার জন্য কাউন্সিলরদের তালিকা কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানের কাছে জমা দেই। কেন্দ্র থেকে আমাদেরকে জেলা যুবলীগের সাথে সমন্বয় করে সম্মেলনের তারিখ নির্ধারণের নির্দেশনা দেয়া হয়। পরে জেলার সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে গিয়ে কেন্দ্রীয় নির্দেশনার কথা অবহিত করলে তারা সম্মেলনের তারিখ দিতে গড়িমসি করেন।

মোঃ জিয়াউদ্দিন খন্দকার আরো বলেন, জেলা যুবলীগ ১৬ বছরেও সম্মেলন করতে পারেনি। তাই আমরা চার বছরে কেন সম্মেলন করতে পারলাম না, এমন অভিযোগে আমাদের কমিটি বিলুপ্ত করা জেলা যুবলীগের স্বেচ্ছাচারী আচরণ। তিনি বলেন, কোন প্রকার কারণ না দর্শিয়ে আমাদের কমিটি বহাল থাকা অবস্থায় নতুন কমিটি দেয়া সম্পূর্ণভাবে যুবলীগের গঠনতন্ত্র পরিপন্থী।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, উপজেলার নতুন আহবায়ক কমিটি বিএনপি ও জাতীয় পার্টি পরিবারের অনুপ্রবেশকারীদের নিয়ে গঠন করা হয়েছে। তিনি আগামী ৩১ আগস্টের মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানান। কমিটি বাতিল না করা হলে লাগাতার আন্দোলন কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহীন আলম বকসী, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি কামাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু মুছা ও যুবলীগ নেতা হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস বলেন, জেলা যুবলীগ হচ্ছে একটা নির্বাচিত কমিটি। আর আশুগঞ্জ উপজেলা কমিটি ছিলো আহবায়ক কমিটি। আহবায়ক কমিটির মেয়াদ থাকে মাত্র তিন মাস।
তিনি বলেন, আমরা কেন্দ্রের নির্দেশে আশুগঞ্জে যুবলীগের নতুন যে আহবায়ক কমিটি দিয়েছি সেটাই বৈধ কমিটি।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ অক্টোবর তিন মাসের জন্য গঠিত ৩৩ সদস্যের আহবায়ক কমিটি প্রায় পাঁচ বছরেও সম্মেলন করতে না পারার কারণে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে গত ২৪ জুলাই মোঃ সাইফুর রহমান মনিকে আহবায়ক ও আতাউর রহমান কবিরকে যুগ্ম আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
###

আশুগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সুমন আহম্মেদঃ
গুরুতর অসুস্থ বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মেহেদী নূর পরশ’র সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত অনুিষ্ঠত হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি’র উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মধ্যপাড়া শান্তিবাগ ‘মসজিদে আমীর’র খতিব মাওলানা এরশাদ।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার সভাপতিতে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির প্রকাশক রোকন আমিন খান মিশু, দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, আবরণি আবৃত্তি র্চচা কেন্দ্রের প্রশিক্ষক শারমিন সুলতানা, দৈনিক আমার সময়’র প্রতিনিধি সুমন আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির হেলাল আহমেদ, জুবায়ের আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্পব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, জ্বর ও ফুসফুসে সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে র্বতমানে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরির্চযা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক মেহেদী নূর পরশ। এর আগে ১৬ আগস্ট তিনি জ্বরে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ আগস্ট তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে র্ভতি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় এনে প্রথমে একটি ক্লিনিকে এবং পরে কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে র্ভতি করা হয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা জানান, তার ডেঙ্গু জ¡েরর আলামত পরিলক্ষিত হয়েছে, তাছাড়া তার ফুসফুসে পানি জমেছে, কিডনী ও প্রস্রাবে ইনফেকশানসহ তার শ্বাসকষ্টও রয়েছে।

এর আগে গত শুক্রবার (২৩ আগস্ট) পরশের আরোগ্য কামনা করে শুক্রবার বাদ জুমা জেলা জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও শহরের বেশ কয়েকটি মসজিদে দোয়ার আয়োজন করেছেন তার সহর্কমীরা।
###

বাংলানিউজের মেহেদীর শারীরিক সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত

ফেসবুকে আমরা..