সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যবসায়ী রাহুল সরকার-(১৬) হত্যা মামলার রহস্য উম্মোচন করেছে পুলিশ। গত ১৪ এপ্রিল রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের একটি ডোবা থেকে রাহুল সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাহুল বাঘি গ্রামের যোগেন্দ্র সরকারের ছেলে। রাহুল বাঘি বাজারে একটি স্টেশনারী দোকান পরিচালনা করতো।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে গত শনিবার রাতে নিহত রাহুল সরকারের ভগ্নিপতি প্রহল্লাদ সরকারকে-(৪৫) গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে রাহুল সরকার হত্যা রহস্য উম্মোচন হয়।

প্রহল্লাদ সরকার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের মৃত রাজ গোবিন্দ সরকারের ছেলে। তিনি বাঘী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

গত শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ এপ্রিল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন রাহুল সরকার। নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে রাহুলের দোকানের কাছাকাছি একটি ডোবায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় রাহুলের সরকারের মামা দ্বীজেন্দ্র বিশ্বাস বাদী হয়ে থানায় এরকটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই তদন্তে নামে পুলিশ। গত শনিবার মধ্যরাতে সন্দেহভাজন রাহুলের আপন ভগ্নিপতি প্রহল্লাদ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে প্রহল্লাদ খুনের কথা স্বীকার করে এই হত্যাকাণ্ডে আরো দুইজন জড়িত থাকার কথা জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রহল্লাদ সরকার জানায়, তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরবে সজিব ব্রিকস ফিল্ডে (ইটভাটা) কাজ করেন। ঘটনার আনুমানিক ১৫/২০ দিন আগে ইটভাটা থেকে বাড়িতে আসেন তিনি।

ঘটনার চার দিন আগে প্রহল্লাদ সরকার তার শ্যালক রাহুল সরকারের কাছে দুই হাজার টাকা ধার চায়। রাহুল টাকা না দিয়ে প্রহল্লাদ সরকারকে গালি-গালাজ করে। এতে প্রহল্লাদ ক্ষুব্ধ হন। কিছুদিন পর স্থানীয় আরো দুইজনের সাথে যোগাযোগ করে।

পরে তিনজনে মিলে রাহুলকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ১৩ এপ্রিল রাত ১১টায় রাহুল দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় তিনজন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ একটি ডোবায় ফেলে রেখে চলে যায়।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত প্রহল্লাদ সরকার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।                                                                                                        ###

নাসিরগরে রাহুল হত্যার রহস্য উম্মেচন ॥ ভগ্নিপতি গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোঃ মুরশেদ উল্লাহ জয় হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠির হত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মুরশেদ উল্লাহ জয়ের সহপাঠি রাসেল সরকার, ইয়ামিন, জিহাদ ও নাসরিনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মুরশেদ উল্লাহ জয়কে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ এপ্রিল এলাকার কুতুব, অলি, গাউস এবং ওসমান নামে চার যুবক ৬ জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে শরবতের সাথে কীটনাশক (বিষ) খাইয়ে তাকে হত্যা করে।

স্থানীয়রা জয়কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় জয়ের ভাই সানাউল্লাহ রনি বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় কুতুব মিয়াকে প্রধান আসামী করে ৭ জনকে আসামী করা হয়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার জানান, জয় বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল। তিনি তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক এস.আই নারায়ন চন্দ্র দাস জানান, এ ঘটনায় মামলার এজহারনামীয় আসামী ওসমান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
###

মুরশেদ হত্যাকারিদের গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

ফেসবুকে আমরা..