botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন ইভটিজিং,মাদক,সন্ত্রাস মুক্ত পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গঠনে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পরিষদ মিলনায়তনে,সদর উপজেলার পরিষদের আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলার মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেনসদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন।
প্রতি শুত্রুবার সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যানগন ইমামদের সাথে আলাপ করে ইভটিজিং মাদক,বাল্য বিবাহ রোধসহ জনসচেতনতা মূলক বক্তব্য দিলে বিভিন্ন অপরাধ কমবে।তিনি বলেন আইন শৃংখলা নিয়ন্ত্রণ করা ও যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে সকলের সার্বিক সহযোগীতা করা জরুরী পাশাপাশি ইভটিজিং ও বাল্য বিবাহ রোধ করতে একটি সেল গঠন করার আহবান জানান।
ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক উল্লেখ্য করে মোকতাদির চৌধুরী বলেন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে অপরাধ দমন করা সম্বব নয়। তার পাশাপাশি আমাদের সকলের প্রচেষ্টায় অপরাধ বন্ধ হবে।তিনি আইন নিজের হাতে না নিয়ে প্রশাসনকে যে কোন অপরাধীদের সোপর্দ করারও আহবান জানান।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত,সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটাই উত্তর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, মজলিশপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,বুধল ইউপি চেয়ারম্যান আব্দুল হক,নাটাই দক্ষিণ ইউপি চেয়ারম্যান নাজমুল হক,রামরাইল ইউপি চেয়ারম্যান শাহাদাৎ খান,মাছিহাতা ইউপি চেয়ারম্যান আলামিনুল হক পাবেল,তালশহর পূর্ব ইউপি চেয়ারম্যান এনামুল হক ওসমান, চেম্বারের সিনিঃসহ সভাপতি সুভাষ পাল,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আবুল কালাম ভূইয়া,কমরেড নজরুল ইসলাম প্রমূখ।
                                                                                                                                           ###

পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গঠনে যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে,মোকতাদির চৌধুরী এমপি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সীমান্ত এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।]

বৃহস্পতিবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের সোনার বাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আমিরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ও বায়েক ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইকবাল হোসেন।

বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা থানা উপ-পরিদর্শক মোঃ হারুনুর রশীদ, বায়েক ইউনিয়ন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জাব্বার ও সোনার বাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ।

সভায় বক্তাগন বলেন চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার মাদক পাচাররোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া সীমান্তবর্তী এলাকার জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনি সহায়তার মাধ্যমে সন্ত্রাসী ও চোরাচালানীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। নারী ও শিশু পাচার রোধে অভিভাকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- অভিভাবক-শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###

সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কসবায় বিজিবি’র মতবিনিময় সভা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে বিষ ঢেলে প্রায় ৬০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৎস্য চাষী মোঃ ইউসুফ মিয়ার পুকুরে বিষ ঢেলে এই মাছ নিধন করা হয়। এ ঘটনায় কসবা থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দবাদ গ্রামের ইউসুফ মিয়া তাদের গ্রামের ৭ একর ২০ শতাংশ জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছেন। পুকুরে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের মাছ ছিলো। গত বুধবার রাতের কোন এক সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা এই পুকুরে বিষ ঢেলে দেন।

বৃহস্পতিবার সকালে পুকুরের ইজারাদার ইউসুফ মিয়া পুকুর পাড়ে গিয়ে দেখেন পুকুরের মাছগুলি মরে ভেসে উঠেছে। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মৎস্য চাষী মোঃ ইউসুফ মিয়া জানান, পুর্ব শত্রুতার জেরে আমার এই সর্বনাশ করেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, দুর্বৃত্তরা তার পুকুরের প্রায় ৬০ লাখ টাকার মাছ নিধন করেছে।
এ ব্যাপারে কসবা থানার উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, বিষ ঢেলে মাছ নিধন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
###

কসবায় পুকুরে বিষ ঢেলে প্রায় ৬০ লাখ টাকার মাছ নিধন

ফেসবুকে আমরা..