botv নিউজ:

ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ও ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে নাগরিক ফোরামের নেতৃবৃন্দরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষরা অংশ নেন।

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের লাভজনক রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অন্যতম। প্রতিদিন এ ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েক হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে ট্রেনে যাতায়াত করে থাকেন। দিন দিন যাত্রী সংখ্যা বাড়লেও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে।

অবিলম্বে টিকিট কালোবাজারি বন্ধ করা এবং সকল আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধিসহ ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে কালনী এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দেয়ার দাবি জানান তারা। দাবি মানা না হলে সর্বস্তরের মানুষকে নিয়ে রেলপথ অবরোধসহ দুর্বার আন্দোলন গড়ে তুলারও হুঁশিয়ারী দেন বক্তারা।

দুই ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমান মেয়াদোর্ত্তীন ঔষধ রাখার দায়ে উপজেলার মোগড়া বাজারের রুবি ফার্মেসীর মালিক মোঃ সোলাইমানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান মঙ্গলবার দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এর আগে একই ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় মৎস্য সপ্তাহ-উপলক্ষ্যে আখাউড়ার বিভিন্ন মাছের বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাছ ব্যবসায়ীদের সাথে মৎস্য বিষয়ক বিভিন্ন আইন ও ফরমালিনের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন। এসময় আদালত বেশ কয়েকটি মাছের দোকান ও আড়তে মাছের নমুনা পরীক্ষা করে ফরমালিনের অস্তি¡ত্ব পায়নি। পরে ভ্রাম্যমান আদালত ২৩ সেমিঃ এর কম রুই জাতীয় মাছ বিক্রয় না করার জন্য নির্দেশ দেন।

এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে মোগড়া বাজারের বেশ কয়েকজন ঔষধ ব্যবসায়ী দোকানে তালা মেরে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত মোগড়া বাজার কমিটিকে বিষয়র ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমসহ আখাউড়া থানার বেশ কয়েকজন পুলিশ উপস্থিত ছিলেন।
###

ভ্রাম্যমান আদালতের অভিযান আখাউড়ায় ফার্মেসীকে জরিমানা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিআরডিবির আওতাধীন বিভিন্ন সমিতির সভাপতি ও ম্যানেজারদের হাঁস-মুরগী পালন ’বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় বিআরডিবির প্রশিক্ষণ রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি থেকে তিনদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না,

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা ভেটেরনারি সার্জন ডাঃ জুবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফিরোজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। কর্মশালায় ২৫টি সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহন করেন।
###

নাসিরনগরে হাসঁ-মুরগী পালন বিষয়ক তিনদিন ব্যাপি কর্মশালার উদ্বোধন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেপ্তারী পরোয়ানার চার বছর এক মোহাম্মদ আলী-(৪৯) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার অরুয়াইল বাজার থেকে অরুয়াইল ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আলী। ২০১৪ সালে তার বিরুদ্ধে রোজিনা বেগম নামের এক মহিলা নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়। কিন্তু পুলিশকে ম্যানেজ ও বিভিন্ন ধরনের তদবির করে তিনি চার বছর ছিলেন অধরা। গ্রেপ্তারী পরোয়ানা নিয়েই প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। শিক্ষা অফিসের সভায় বেশ কয়েকবার অংশ গ্রহন করেছ। শিক্ষা অফিসও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। অবশেষে সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকারী গোলাম মোস্তফা বলেন, আমাদের গ্রেফতারি পরোয়ানার তালিকায় তার নাম অনেক আগে থেকেই আছে। সোমবার রাতে মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত নানা ধরনের চাপ ও কথাবার্তা শুনতে হচ্ছে।

এ ব্যাপারে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। হাজিরা না দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারী হয়েছে। তাই তাকে গ্রেফতার করেছি।
###

গ্রেপ্তারী পরোয়ানার চার বছর পর সরাইলে শিক্ষক গ্রেপ্তার

ফেসবুকে আমরা..