botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেপ্তারী পরোয়ানার চার বছর এক মোহাম্মদ আলী-(৪৯) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার অরুয়াইল বাজার থেকে অরুয়াইল ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আলী। ২০১৪ সালে তার বিরুদ্ধে রোজিনা বেগম নামের এক মহিলা নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়। কিন্তু পুলিশকে ম্যানেজ ও বিভিন্ন ধরনের তদবির করে তিনি চার বছর ছিলেন অধরা। গ্রেপ্তারী পরোয়ানা নিয়েই প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। শিক্ষা অফিসের সভায় বেশ কয়েকবার অংশ গ্রহন করেছ। শিক্ষা অফিসও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। অবশেষে সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকারী গোলাম মোস্তফা বলেন, আমাদের গ্রেফতারি পরোয়ানার তালিকায় তার নাম অনেক আগে থেকেই আছে। সোমবার রাতে মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত নানা ধরনের চাপ ও কথাবার্তা শুনতে হচ্ছে।
এ ব্যাপারে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। হাজিরা না দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারী হয়েছে। তাই তাকে গ্রেফতার করেছি।
###