botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের ঐক্য, সংগঠনের উদ্যোগে ও অতন্দ্র প্রহরী বাস্তবায়নে জঙ্গীবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গবেষক, মেজর (অবঃ) এ. এস. এম শামছুল আরেফিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, মুক্তিযোদ্ধা জমশেদ শাহ, রফিকুল হক

খাদেম, শিক্ষক মোঃ তারেক, মৌসুমি আক্তার, মাহতাব উদ্দিন, শেকের মিয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। আলোচনা সভা শেষে গেরিলা চলচ্চিত্র প্রদর্শিত হয়।
###

আখাউড়ায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শিত

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র, ৮ বছরের এক শিশু বলাৎকারের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে ওই শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

জেলা সদর হাসপাতালে শিশুটির মা সাংবাদিকদের জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন। তিনি পরিবার পরিজন নিয়ে ঘাটুরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত শনিবার বেলা ১১টার দিকে তার ছেলে স্কুলে যাওয়ার পথে একই এলাকার হৃদয় মিয়া তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে বলাৎকার করে। পরে বাড়িতে এসে তার ছেলে সব কিছু খুলে বলে ও অসুস্থ্য হয়ে পড়ে। রবিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চিকিৎসক মোঃ আলী জানান, শিশুটির চিকিৎসা চলছে। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ বছরের শিশু বলাৎকারের শিকার

ফেসবুকে আমরা..