botv.নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রানিত করার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় উপজেলার ৩৩টি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহাম্মদ ও উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান তালুকদার।

###

কসবায় শুদ্ধ ভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

botv. নিউজ

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহনের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে।
বুধবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ফেস্টিবল অফ ফিজিক্যাল চ্যালেঞ্জড পিপলস’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের সহযোগীতায় শহরের পুরাতন জেলরোডে উত্তরণ-৩ নামে হিজড়া জনগোষ্ঠির একটি বিউটি পার্লার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বেলা সোয়া ১১টায় জেলা পুলিশ লাইনস ময়দানে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ও বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে ফাউন্ডেশনের উদ্যোগে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ফেস্টিবল অফ ফিজিক্যাল চ্যালেঞ্জড পিপলস’ নামে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক শারিরিক প্রতিবন্ধী ও ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলা থেকে সাতজন প্রতিবন্ধী অংশ নেন।
স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র নায়ক ফারুক, চলচিত্র পরিচালক অমিতাভ রেজা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সাবেক অধিনায়ক কায়সার হামিদ, এটিএন বাংলার নির্বাহী সম্পাদক জ ই মামুন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাউশির অবসরপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
অনুষ্ঠানে ভারত থেকে আসা শারিরিক প্রতিবন্ধী সঞ্জীব সাহা বলেন, ‘বাংলাদেশে এটাই আমার প্রথম আসা। কখনোই ভাবিনি আমাদের জন্য এ ধরণের একটি আয়োজন হবে। আমরা খুব খুশি। এ আয়োজন আমাদেরকে আরো এগিয়ে নেবে। ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চ থেকে এ ধরণের একটি অনুষ্ঠান করা যায় কিনা সে বিষয়ে দেশে গিয়ে কথা বলবো।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘আমরা দেখি যে সুস্থ মানুষ আত্মহত্যা করে। আর প্রকৃতি যাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে তারা বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে। তাদের কাছ থেকে আমাদের শেখার আছে।
অনুষ্ঠানে ফজিলাতুন নেসা বাপ্পি এম.পি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধীদের জন্য একটি রোল মডেল। উবায়দুল মোকতাদির চৌধুরী এম. পি বলেন, সরকার তথা আওয়ামী লীগের যে আদর্শ এর প্রতিফলন ঘটেছে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এম.পি বলেন, ‘প্রতিবন্ধীরা উদ্যোগী হয়ে কাজ করছে, বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের সহযোগীতায় শহরের পুরাতন জেলরোডের পুলিশ ভবন মার্কেটে উত্তরণ-৩ নামে হিজড়া জনগোষ্ঠির একটি বিউটি পার্লার উদ্বোধনকালে ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে। এ সময় তিনি আরো বলেন, দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইব সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হোক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য ফজিলাতুন-নেসা বাপ্পী, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির প্রমুখ। হিজরারা এই পার্লারটি পরিচালনা করবে।
##

 

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরীক্ষা কেন্দ্রে এন্ড্রয়েড ফোন রাখা ও প্রশ্ন ফাঁসের দায়ে দীপ কুমার দাস নামে এক এসএসএসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি পরীক্ষার হল থেকে তাকে আটক করা হলেও দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। আটককৃত পরীক্ষার্থী উপজেলার অরুয়াইল ডাকপাড়া এলাকার দিলীপ কুমার দাসের ছেলে ও অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।
অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ শেখ সাদি জানান, সকালে পরীক্ষা শুরুর আগ মুহুর্তে ১০৩ নাম্বার হলের কক্ষ পরিদর্শক মোঃ লোকমান হোসেন কক্ষে থাকা সকল ছাত্রদের দেহ তল্লাশী করেন। এ সময় দীপ কুমার দাসের পকেটে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। পরে বিষয়টি আমাকে জানানো হলে তাকে তাৎক্ষনিকভাবে বহিস্কার করা হয়। পরীক্ষা শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার মোবাইল ফোনটি পরীক্ষা করে দেখা হলে আজকের প্রশ্নও (পদার্থ বিজ্ঞান) সেখানে পাওয়া যায়। তাই তাকে পুলিশের কাছে দিয়ে একটি অভিযোগও দেয়া হয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূইয়া জানান, তার মোবাইলে প্রশ্ন ফাঁসের আলামত রয়েছে। অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন রাখা ও প্রশ্ন ফাঁসের এক পরীক্ষার্থী আটক

botv.নিউজ:

সম্মেলনের ১১ দিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ওয়েব সাইটে কমিটির প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে রবিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন ৯ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদেন দেন।

কমিটিতে রবিউল হোসাইন রুবেলকে সভাপতি এবং শাহাদাৎ হোসেন শোভনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপিত সুজন দত্ত ও মোঃ শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমিন মিয়া ও নাঈম বিল্লাহ এবং প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রুবেল।

সম্মেলনে সভাপতি প্রার্থী হওয়া মোঃ মেহেদী হাসান লেলিন, মোঃ তাজুল ইসলাম আপন, মিনহাজ মামুন ও রেদওয়ান আনসারী রিমোকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়।
###

ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন রুবেল সভাপতি ॥ শোভন সাধারণ সম্পাদক

 

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপি ব্রাহ্মণবাড়িয়ার জেলা কমান্ড্যান্ট অফিসার মাহবুবুর রহমান ( পিএএমএস)। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন,থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার,  সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম। কার্যক্রম ও প্রতিবেদন পাঠ করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরুন্নাহার বেগম।

এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের কমান্ড্যান্ট বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। বার্ষিক সমাবেশে ২০০ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য অংশগ্রহণ করে।

##

আখাউড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

 

botv.নিউজ

মোকতাদির চৌধুরী এমপি এবং জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয় ১০ (দশ) শতাংশ খাস ভূমি বরাদ্দ করেছে।
স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মতিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্ গত ২৮ মার্চ ২০১৭ইং তারিখে জেলা প্রশাসক বরাবর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন নির্মাণের জন্য পুরাতন জেলখানার পুকুরের উত্তর পাড়, পশ্চিম পাইকপাড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বি এস ১৬৮ দাগের ১০ (দশ) শতাংশ ভূমি বরাদ্দের আবেদন জানালে তদন্তক্রমে জেলা প্রশাসক ভূমি মন্ত্রণালয় বরাবর প্রস্তাব পাঠালে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ৩০ জানুয়ারী ভূমি বরাদ্দ অনুমোদন করে।

বরাদ্দ প্রস্তাবে স্থানীয় সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর সদয় সম্মতি ও দ্রুত অনুমোদনে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান’র ভূমিকা ও অবদানের জন্য কৃতজ্ঞতাচিত্তে ধন্যবাদসহ অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলার মুক্তিযোদ্ধাগন। অভিনন্দন বার্তায় তারা তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য ভূমি বরাদ্দ দেওয়ায়

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুয়ার সম্রাটখ্যাত মতি মিয়ার (৩৫) নেতৃত্বে চলছে জুয়ার মহোৎসব। তার বিরুদ্ধে রয়েছে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ। স্থানীয় ইউপি সদস্যসহ কারো বাঁধা নিষেধই মানছে না মতি। উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের মুসা মিয়ার ছেলে মতি নিয়মিতই পরিচালনা করছেন জুয়া। আর ওরস বা মেলা পেলেতো কথাই নেই।

গ্রামের প্রভাবশালী কতিপয় ব্যক্তির সহযোগীতায় তিনি এখন বেপরোয়া। গত বৃহম্পতিবার ও শুক্রবার ইছহাক কাজীর ওরসকে কেন্দ্র করে রাতভর চলেছে চলছে জুয়ার মহোৎসব।সরজমিনে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছর ইছহাক কাজীর ভক্তবৃন্দরা ৩ দিনের ওরস পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার থেকে সেখানে শুরু হয়েছে ওরস। শেষ দিন ছিল গত শুক্রবার।

ওই গ্রামের মতি মিয়া প্রথম দিন থেকেই ওরসে রাতভর জুয়া বসিয়ে ব্যবসা করছেন। গত শুক্রবার শেষ দিন হওয়ায় মতির নেতৃত্বে মাজারের পাশের খালি মাঠে ৫-৬টি জুয়ার ঘর বসিয়ে জুয়া খেলা হয়। এলাকার ও উপজেলার বিভিন্ন স্থানের পেশাদার জুয়ারীরা এখানে জুয়া খেলে। অনেকেই এখানে তিনদিন জুয়া খেলে নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছে। অভিযোগ রয়েছে স্থানীয় কিশোর-যুবকরা এখানে জুয়া খেলে দিন দিন বখে যাচ্ছে। এলাকাবাসী জানান, মতির জুয়ার আসরে সহযোগীতা করেন প্রয়াত ইছহাক কাজীর ভাতিজা রব্বান মিয়া। এছাড়া নূরুল হক, হারুন মিয়া, কবির মিয়াসহ গ্রামের প্রভাবশালী অনেকেই এই জুয়ায় সহযোগীতা করেছেন। কমিটির কয়েকজনকে ম্যানেজ করেই মতি জুয়া পরিচালনা করে থাকেন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ নিয়াশাহ বলেন, শুরু থেকেই জুয়ায় বাঁধা দিয়ে আসছি। শুক্রবার রাতে জুয়ার ঘর ছিড়ে ফেলেছিলাম। জুয়ারিরা উল্টো আমাকে হুমকি দেয়। কারন স্থানীয় অনেক প্রভাবশালী লোক জুয়ারিদের পক্ষে থাকে। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, বিটঘর গ্রামের ৩ দিনের ওরসের বিষয়টি আমাদেরকে কেউ অবহিত করেনি।
###

দেখার কেউ নেই প্রভাবশালীরা ম্যানেজ ॥ সরাইলে জুয়ার মহোৎসব

botv.নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য, ডাকসুর সাবেক জি.এস এবং সাবেক সংসদ সদস্য জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় স্মরনসভা করেছে জেলা আওয়ামীলীগ।

গত শনিবার সন্ধ্যায় পৌর আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
পৌর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে আল-মামুন সরকার বলেন, জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন ছিলেন প্রকৃত অর্থেই একজন গণমানুষের নেতা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ব্যাপারে ব্যাপারে তিনি ছিলেন ভীষণ দরদী। তার অকাল মৃত্যু আমাদের অভিভাবক শূণ্য করে ফেলে। জাতি-রাষ্ট্র ও সমাজের কল্যাণে তিনি যে অপরিসীম অবদান রেখেছেন তা অনুসরণীয়। মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব, মুক্তিযুদ্ধ সংগঠনে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের তার অবদানই তাকে জাতীয় নেতার মর্যাদা দিয়েছে।

###

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের স্মরনসভা অনুষ্ঠিত।

                                       ৮ ফেব্রুয়ারি-২০১৮ইং    –  রায়  –   ৫ বছরের জেল

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬৩জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকাল থেকে  বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশুগঞ্জ উপজেলার মোঃ মাসুম মিয়া, মোঃ রুস্তম মিয়া, আবুল ইসলাম-(৩৫), আল আমিন-(২৯), লিটন মোল্লা-(৩১), মোঃ সোহবার মিয়া-(৩০), রবি হোসেন-(৩২), মোঃ মিজান-(২৮), রুবেল মিয়া-(২২), আপেল-(২৬), মোঃ জয়নাল মিয়া-(২৮), হারুন মিয়া-(৩২), জয়নাল আবেদীন রাজু-(৩৬), সরাইলের ইসহাক মিয়া-(২৩), মোঃ ইমরান- (৩৬), তাবারক মিয়া-(৩৬), মোবারক মিয়া (২৬), জালাল মিয়া-(৫৫), নাজমুল হোসেন খান রাসেল-(৩৫), নাসিরনগর উপজেলার মীর রুবেল মিয়া-(২৫), রহমত খাঁ-(৩৭), মফিজ মিয়া-(৩৫), ইয়াছিন মিয়া-(২৪), মোঃ জাকারিয়া-(১৯), মনির হোসেন মাঞ্জু-(২৮), রহমত আলম-(২৪), নবীনগর উপজেলার ইব্রাহিম মিয়া-(৩০), মোঃ রফিক-(২৮), অলিউল্লাহ-(২২), আল আমিন-(২০), মোঃ জালাল মিয়া-(৩৫), সাদ্দাম-(২৫), বেলায়েত হোসেন- (৪২), হাফিজ মিয়া-(৩৫), বাঞ্চারামপুর উপজেলার মোঃ ইব্রাহিম-(২৮), বিজয়নগর উপজেলার ময়দর আলী-(৪৫), মোঃ সোহেল মিয়া-(২২), মোঃ জামাল চৌধুরী-(৪২), কসবা উপজেলার মোঃ সাইফুল ইসলাম-(৩৭), মোঃ সাইফুল ইসলাম-(৩৭), আবু হানিফ মিয়া-(৫০), মোঃ আবুল খায়ের-(৬৫), মোঃ আবুল কালাম-(২৫), মোঃ শাহজাহান মিয়া-(৬৫), আলমগীর হোসেন-(১৯), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তারেকুল রহমান ইমন-(৩০), মোঃ হারুনুর রশিদ-(৪১), মোঃ ইউসুফ মিয়া-(৩৫), হান্নান মিয়া, গিয়াস উদ্দিন-(২৬), জসিম উদ্দিন- (২৩), শাফি মিয়া-(২৯), হাবিবুল্লাহ-(১৯), মঞ্জু মিয়া-(৩৫), সুজন মিয়া-(২৫),মোঃ জালাল আহমেদ-(৩৭), জামাল হাসান-(২৪), আলাল উদ্দিন-(৩০), আনিছুর রহমান, ফিরোজ সর্দার-(৩০), সাদেক মিয়া, আক্তার -(৩৮),দিদারুল ইসলাম-(৩৪),

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তারা সবাই গ্রেপ্তারী পরোয়ানার আসামী। গতকাল বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
###

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে গ্রেপ্তার ৬৩

ফেসবুকে আমরা..