সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসায় আলাইন ইসলাম হীরা নামে নয় মাস বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে আশংকাজনক অবস্থায় শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া শিশু হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।

আলাইন ইসলাম হীরা জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের বাসিন্দা ও বিজয়নগর উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের কন্যা।

শিশুর পিতা জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, তার মেয়ে চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসায় মারা গেছে।
তিনি বলেন, তার শিশু কন্যা আলাইমা নিমোউনিয়ায় আক্রান্ত হলে গত রবিবার তিনি তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। পরে সেখান থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়া শিশু হাসপাতালে নিয়ে আসেন। শিশু হাসপাতালে ডাঃ মোঃ জাকারিয়ার তত্ববধানে ছিলো আলাইমা। ডাঃ জাকারিয়া তাকে জানান, ব্রাহ্মণবাড়িয়াতেই আলাইমার চিকিৎসা সম্ভব।

শিশু হাসপাতালে প্রথমে দেখার পর দুইদিন তিনি হাসপাতালে আসেন নি। কর্তব্যরত অন্যান্য চিকিৎসরা আলাইমাকে চিকিৎসা দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে আলাইমার অবস্থার অবনতি হতে থাকে। এ সময় কর্তব্যরত নার্সরা স্যালাইনের ‘পানি’ সিরিঞ্জের মাধ্যমে পুশ করে। এরই মধ্যে আলাইমার অবস্থার আরো অবনতি হতে থাকলে ডাঃ জাকারিয়াকে খবর দিয়ে আনা হয়। তিনি এসে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। স্যালাইনের পানি সিরিঞ্জের মাধ্যমে দেয়ায় কোনো ক্ষতি হয় নি বলে ডাক্তার তাকে জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে আশুগঞ্জ এলাকায় মারা যায় আলাইমা।

এ ব্যাপারে ডাঃ জাকারিয়া ভুল চিকিসার অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটিকে হাসপাতালের ‘ভর্তি পর থেকে ভালোভাবেই তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে বুধবার রাতেই শিশুটিকে ঢাকায় নেয়ার কথা বলা হয়। স্বজনরা না নিয়ে গেলে সকালে তার অবস্থার আরো অবনতি হয়। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা না থাকায় আমি এসে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলি।
তিনি জানান, ওই শিশুকে স্যালাইনের ‘পানি’ সিরিঞ্জের মাধ্যমে দেয়ার বিষয়টি নার্সরা অস্বীকার করেছেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিয়ে করতে গিয়ে এক মাসের কারাদন্ডে দন্ডিত হয়েছেন রহমত মিয়া-(২২) নামক এক যুবক। বুধবার বিকেল তিনটায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এই সাজা দেন। দণ্ডপ্রাপ্ত রহমত মিয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের তাহের মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মোঃ হাবিবুর রহমানের মেয়ে লিজা বেগম-(১৪) এর সাথে একই উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের তাহের মিয়ার ছেলে রহমত মিয়ার গতকাল বুধবার দুপুরে বিয়ে হওয়ার কথা ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে আসার দায়ে বর রহমত মিয়াকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন এবং কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তার পিতার কাছ থেকে মুচলেকা আদায় করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়ার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
###

উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিয়ে বন্ধ ॥ বরের ১ মাসের কারাদন্ড

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখতেন মোঃ হেলাল উদ্দিন সিদ্দিক নামে এক ব্যক্তি। তিনি নিজেকে কখনো হৃদরোগ, কখনো মেডিসিন, কখনো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে শহরের পাইকপাড়ায় (রামকানাই হাই একাডেমী রোড) দি শাহজালাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হেলাল উদ্দিন সিদ্দিককে তার চেম্বার থেকে আটক করে। পরবর্তীতে তাকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে হেলাল উদ্দিন সিদ্দিক নিজেকে কখনো হৃদরোগ, কখনো মেডিসিন এবং কখনো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। এমবিবিএস চিকিৎসক পরিচয়ে গত কয়েক মাস ধরে শহরের পাইকপাড়া রামকানাই হাই একাডেমী রোডের দি শাহজালাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তিনি রোগী দেখছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হেলাল উদ্দিন সিদ্দিককে তার চেম্বার থেকে আটক করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সনদ্বীপ তালুকদার জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই হেলাল উদ্দিন সিদ্দিক বে-আইনিভাবে রোগী দেখে আসছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র এবং বিএমডিসির সনদপত্র দেখাতে না পারায় গতকাল সোমবার তাকে আটক করা হয়। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গেলে সেখানে তিনি বিএমডিসির সনদ পেতে হাইকোর্টে একটি রিটের কাগজ দেখান। সেজন্য তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে হাইকোর্টের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে প্রাইভেট প্র্যাকটিস করতে নিষেধ করা হয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ শাহআলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, হেলাল উদ্দিন সিদ্দিক এক ভুয়া চিকিৎসক। তার কাছে বিএমডিসির অনুমোদনসহ অন্যান্য কাগজপত্র নেই। হাইকোর্টে তিনি রিট করলেও তিনি বিএমডিসির কোন অনুমোদন পাবেন না, কারন তিনি চিকিৎসক নন। তিনি ভুয়া।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান ও এশনা পাল উপস্থিত ছিলেন।
###

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক ॥ মুচলেকায় ছাড়

সুমন আহম্মেদঃ
২১ সেপ্টেম্বর রোজ শনিবার বেলা ১১:০০টায় বিশ্ব নদী দিবস ২০১৯” উপলক্ষে “বিশ্ব নদী দিবসের অঙ্গিকার, রুখে দাও খাল-নদী দূষণকারী-দখলদার” এই দাবিতে নোঙর (নদী নিরাপত্তার সামাজিক সংগঠন) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণ সড়কে এক ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।

নদীমাতৃক বাংলাদেশে সকল নদ-নদীর শেকড় হচ্ছে খাল-বিল, জলাশয়, হাওর-বাওর। জেলার খালগুলো ছিল মানবদেহের শিরা-উপশিরার মতো ছড়িয়ে-ছিটিয়ে, ছিল প্রাণবন্ত। কিন্তু এখন এ খালগুলোর অধিকাংশেরই মরণদশা। এসব খাল ভরাট করে অবৈধভাবে দোকানপাট, বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। আবর্জনায় পরিপূর্ণ কোনো কোনো খাল বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। এসব খালের পানি নিষ্কাশন ক্ষমতাও হারিয়ে যাচ্ছে। বারবার অভিযান চালিয়েও অবৈধ দখলদারদের উচ্ছেদে সফল হতে পারছে না কর্তৃপক্ষ।

কঠিন বর্জ্যে ভরে আছে তিতাস নদীসহ জেলার বিভিন্ন খালগুলো। নির্গমণ পথ না থাকায় আবদ্ধ হয়ে পড়েছে। জমি অধিগ্রহণের কথা বহু বছর ধরে শোনা যাচ্ছে। তিতাস নদী খনন কাজ শুরু হলেও তা গতিহীন হয়ে পড়েছে।

সরকারের পাশাপাশি আমাদের জনগণ, রাজনৈতিকনতৃবর্গ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।তাহলেই আমাদের খাল-নদী বাঁচবে, নদী বাঁচলে বাঁচবে দেশ।

উক্ত মানববন্ধনে আলোচনায় অংশগ্রহণ করেন; ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার হারুন অর রশিদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেট অঞ্চলের সাংগঠনিক সম্পাদক তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মনির হোসেন, পিস ভিশন বাংলাদেশ সভাপতি এড. শেখ মো. জাহাঙ্গীর আলম, সাবেক ওয়ার্ড কমিশনার বাবু কিংকর ঘোষ, নোঙর সদস্য নারী নেত্রী খালেদা মুন্নি, অংকুর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী রিপন, নোঙর সদস্য ফেবিন রহমান, নোঙর সদস্য সঙ্গীত শিল্পী সোহেল রানা,

শান্তা ইসলাম। উপস্থিত ছিলেন নোঙর সদস্য মিজানুর রহমান, কামাল উদ্দিন, শিপন কর্মকার, তোফাজ্জল হোসেন জীবন, দৈনিক ভোরের দর্পণ ও বিজয় টিভি’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি খায়রুল কবীর, নাফিজ আহমেদ সেলিম, পিস ভিশন বাংলাদেশ সম্পাদক শরীফ আহমদ খান, ইবনে মনির হোসেন, মনির হোসেন, আবদুল হাকিম প্রমূখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন নোঙর জেলা আহবায়ক শামীম আহমেদ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নোঙর সদস্য সোহেল আহাদ।
###

ব্রাহ্মণবাড়িয়ায় নোঙরের বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
নৌকাযোগে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে তিতাস নদীতে একদল দৃর্বৃত্তের হানায় জেলার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৫ জন রক্তাক্ত আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের তিতাস নদী এলাকায় দুর্বৃত্তরা এ হামলা চালায়।

হামলায় আহতরা হলেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, চরইসলামপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেম্বার তফসিরুল ইসলাম, নৌকার মাঝি একই ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা শুক্কুর আলী (৪০) ও উলফত আলীর ছেলে রহমত উল্লাহ (২০)। আহতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হামলার শিকার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, আগামিকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের প্রস্তুতিমূলক কাজ শেষ করে তারা কয়েকজন একটি ইঞ্জিনচালিত নৌকায় করে শহরের দিকে ফিরছিলেন। তাদেরকে বহনকারি নৌকাটি কাশিনগর গ্রামের তিতাস নদীতে আসার পরপরই একদল দুর্বৃত্ত অন্য একটি নৌকা তাদের নৌকার উপর আড়াআড়িভাবে তুলে দেয়। এসময় কোন কিছু জিজ্ঞেস করার আগেই দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে নৌকার মাঝিদের পেটাতে থাকে। এসময় এগিয়ে আসলে তাদেরকেও লাঠিপেটা করে দুর্বৃত্তরা। তবে এসময় অন্ধকার থাকায় তারা হামলাকারিদের চিনতে পারেননি।

তিনি জানান, এ ঘটনার পর আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
###

আ’লীগ নেতার নৌকায় দুর্র্বৃত্তদের হামলায় আহত ৫

সুমন আহম্মেদঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা যুবদল।

শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, এদেশে জনগনের ভোটে নির্বাচিত কোন সরকার সরকার নেই। এই সরকার অবৈধ সরকার। তাই এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তিনি কারারুদ্ধ বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান।

জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদলের সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজ ,সাধারন সম্পাদক ফুজায়েল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিনের ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সিরিজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সোপানুল ইসলাম সোপান, খেলো ইন্ডিয়া স্পোর্টস সমিতির সাধারণ সম্পাদক রাজেশ কাপুর।

ভারত-বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নিয়ে দুই দেশের ভাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে এই সিরিজের আয়োজন করেছে বাংলাদেশের বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে ফাউন্ডেশন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধন

সুমন আহম্মেদঃ
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারো ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল বুধবার বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়িতে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। পূজা চলাকালে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মন্দিরে উপস্থিত ভক্ত পূজারি কাজল সরকার ও রঞ্জিত শীল জানান, ব্যবসা বানিজ্য প্রসারসহ কারিগরি বিদ্যায় দক্ষতা অর্জনের জন্যে দেব শিল্পী বিশ্বকর্মা দেবের পূজা করছেন তারা । পূজাকে কেন্দ্র করে বুধবার ভক্তরা উপবাস থেকে বিশ্বকর্মা দেবের রাতুল চরণে পুস্পাঞ্জলী প্রদান করেন।

মন্দিরের পুরোহিত মদন মোহন চক্রবর্তী জানান, স্বর্গের সৃষ্টিকর্তা এবং নির্মান শৈলী শিল্পী দেবতা হচ্ছে বিশ্বকর্মা। কর্মকার, দারুশিল্প, স্থাপত্যশিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, মৃৎশিল্প, নরসুন্দর সম্প্রদায় বিভিন্ন স্থাপত্য শিল্পকর্মে যুক্ত ব্যক্তিরা নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মা পূজা করেন। পূজা শেষে পুস্পাঞ্জলী প্রদানের মাধ্যমে দেশ জাতির কল্যান কামনা করেছেন ভক্তরা।

এদিকে শহরের সড়ক বাজার, লাখি বাজারে স্বর্ণ শিল্পীদের উদ্যোগেও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। রাতে বিশেষ ভক্তিমূলক অনুষ্ঠানসহ মহা প্রসাদ বিতরন করা হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার তরুণ সংবাদ কর্মী ও রাজনৈতিক কর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সকলের প্রিয় ও পরিচিত মুখ রেফাতুল ইসলাম উদয় গতকাল সন্ধ্যায় মোটর সাইকেল দূর্ঘটনায় চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন) তার বয়স হয়েছিলো মাত্র ২৭ বছর। মৃত্যুকালে তিনি বাবা, মা, দুই ভাই, স্ত্রী ও চার বছরের এক শিশু পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

রবিবার সকাল ১০টায় নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয় স্বজন ও বন্ধুগণ উপন্থিত ছিলেন। এরপর মরহুমের লাশ তার গ্রামের বাড়ি আখাউড়ার গঙ্গাসাগর গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর শক্রবার বিকেলে রসুলপুরে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয় তিনি। ফেরাত পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পরে গিয়ে পিছনের সিটে বসা উদয় মাথায় আঘাত পান। তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তর তার বাঁচার সম্ভবনা নেই বলে জানান। পুনরায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসতালে আনার কিছুক্ষণ পর ১৪ সেপ্টেম্বর রাত সারে ৯টায় তিনি মৃত্যু বরণ করেন।
###

মটোরসাইকেল দূর্ঘটনায় রেফাতুল ইসলাম উদয় এর অকাল মৃত্যু, জানাজা ও দাফন সম্পন্ন।

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, শির্ক্ষাথীদের সবার আগে মানুষের মতো মানুষ হতে হবে। কেউ বেকবেঞ্চের হলে সমস্যা নেই, শুধু প্রয়োজন দৃঢ় মনোবল ও ঐকান্তিক চেষ্টা। মাদক কোন সুষম খাদ্য তালিকায় নেই, এগুলো দেহের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য তথা দেশের জন্য ক্ষতিকর। সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে ক্লাসে নিয়মিত আসতে হবে, লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।

পাশাপাশি খেলাধূলায়ও অংশগ্রহন করতে হবে। এ সময় তিনি আরো বলেন, র্স্মাট ফোনের অপব্যবহার রোধ করতে নৈতিক-সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ করতে হবে। অনুষ্ঠানে তিনি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন।বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে সামাজিক সচেতনতায় গড়ে তুলতে হবে।

তিনি গত শনিবার সকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিবাহ নিরোধ, রোড ট্রাফিক সাইন, মাদক সংক্রান্ত অপরাধ, মোবাইল ফোন অপব্যবহার ও নৈতিক-সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে স্কুল শির্ক্ষাথীদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।

স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন। পরে প্রশ্নোত্তর পর্বে বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় ভট্টার্চায্য।
###

বাল্যবিবাহ, ইভটিজিং রোধে সামাজিক সচেতনায় গড়ে তুলতে হবেঃ এসপি আনসিুর রহমান

ফেসবুকে আমরা..