সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার বাবর পরিচয়দানকারী প্রতারক মোঃ ইয়াছিন খাঁ ওরফে খন্দকার বাবর-(৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হাফেজ মুফতি আব্দুর রহিম-(৩৩) নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুর রহমান এই তথ্য জানান।

এর আগে গত শুক্রবার দুপুরে বরিশাল সদর উপজেলার কোতোয়ালী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত প্রতারক মোঃ ইয়াছিন খাঁ ঝালকাঠি জেলার সদর উপজেলার মির্জাপুর গ্রামের মরহুম মোঃ সোলেমান খাঁর ছেলে এবং গ্রেপ্তারকৃত হাফেজ মুফতি আব্দুর রহিম কুষ্টিয়া জেলার সদর উপজেলার মনোহরদিয়া গ্রামের মৃত সাহার আলীর ছেলে। মুফতি আবদুর রহিম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চেলিখলা গ্রামের পশ্চিমপাড়ার শাহী জামে মসজিদে ইমামতি করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় দায়েরকৃত একটি মামলার আসামী হিসেবে পুলিশ শুক্রবার দুপুরে তাদেরকে বরিশাল থেকে গ্রেপ্তার করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুর রহমান জানান, প্রতারক ইয়াছিন খাঁ নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার বাবর এবং সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের আবু মুছার ছেলে মোঃ ইছহাককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার নাম করে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে সাড়ে তিন লাখ টাকা গ্রহণ করেন। পরে ইছহাকের চাকরী না হলে ইছহাকের পরিবার তাদের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, গত ৭ সেপ্টেম্বর ইয়াছিন আমাকে মোবাইল ফোনে ফোন করে দীর্ঘক্ষণ কথা বলেন। সে জানায় চাকরি দেয়ার জন্য নেয়া টাকা সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়েছে। কিন্তু তারা চাকরি প্রার্থীর কথা ডিআইজি-এসপিকে বলেননি। পরবর্তীতে আমরা তদন্তে জানতে পারি সে একজন প্রতারক। মূলত সরকারের বড় কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নাম করে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করাই তার কাজ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুর রহমান আরো বলেন, প্রতারক ইয়াছিন খাঁ তাকে মোবাইল ফোনে আরো বলেন, “ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হওয়ার পেছনে ইয়াছিনের ভূমিকা রয়েছে। সেজন্য তিনি তাকে স্যার বলে ডাকেন। কিন্তু ইয়াছিন তাকে বলেছে আপনি এখন বড় র‌্যাঙ্কের অফিসার, তাই আমাকে স্যার ডাকার দরকার নেই”।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার ( পুলিশের বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, বিশেষ শাখার ডিআইও-১ ইমতিয়াজ আমম্মেদ ও নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ উপস্থিত ছিলেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর বেয়াই পরিচয়দানকারী প্রতারক ইয়াছিন গ্রেপ্তার

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মুহাম্মদ আলগীর হোসেন বাংলাদেশ পুলিশ চট্রগ্রাম রেঞ্জে আগষ্ট মাসে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে নির্বাচিত হয়েছেন। রবিবার দুপুরে চট্রগ্রাম রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ ও পর্যালোচনা সভার সভাপতি বাংলাদেশ পুলিশ চট্রগ্রাম রেঞ্জ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম এর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এই পদকটি গ্রহন করেন।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান বিগত আগষ্ট মাসে মামলা ব্যবস্থাপনায় সার্বিক সাফল্য এর জন্য চট্রগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে মুহাম্মদ আলমগীর হোসনে নির্বাচিত হয়েছেন।
###

চট্রগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ার মুহাম্মদ আলগীর হোসেন

সুমন অহম্মেদঃ
চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ওষধু কোম্পানির প্রতিনিধিরা।

শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া), জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা ফারিয়ার সভাপতি জাহিদুল হক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আবু মনসুর, সংগঠনের নেতা আবু মুসা, জাহাঙ্গীর আলম ও ম্যাক ফাহিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমারা আমাদের আত্মসম্মান রক্ষার জন্য রাস্তায় নেমেছি। আমাদের এই আন্দোলন সরকার বিরোধী নয়। আমরা আত্মসম্মান নিয়ে সমাজে বাঁচতে চাই। তারা বলেন, তারা সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন র্নিধারণ, বর্তমান মূল্যস্ফিতির সাথে সামঞ্জস্য নেখে টি.এ/ডি.এ ও অন্যান্য ভাতা প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফারিয়াকে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি ভোগের বিধান চান। মানববন্ধনে বিভিন্ন ওষধু কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
###

চাকরির নিরাপত্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ফারিয়ার মানববন্ধন

সুমন অহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে “সহযোগিতার হাত” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।শনিবার দুপুরে সদর উপজেলার আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের ২৭৫ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে দেয়া হয়।

বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জাহিদুল হোসেন জানান, আমার রক্তের গ্রুপ জানা ছিলনা। আজ (শনিবার) বিনে পয়সার জানার সুযোগ পেলাম তাও স্কুল ক্যাম্পাসে। বিষয়টি খুবই ভাল লেগেছে।

একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, আগে রক্তের গ্রুপ কখনো পরীক্ষা করিনি। শনিবার “সহযোগিতার হাত” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের স্কুলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করে দেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির বলেন, স্কুল পর্যায়ে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। কোনো শিক্ষার্থীর রক্তের প্রয়োজন হলে তারা সহজে রক্ত দিতে পারবে। অসহায় মানুষের কল্যাণে তারা কাজ করতে পারবে। তিনি আয়োজকদের সাধুবাদ জানান।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবী সংগঠন “সহযোগিতার হাত” এর প্রতিষ্ঠাতা প্রমীলা দাস জানান, মানুষকে রক্তদান সম্পর্কে সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীরা যেনো তাদের রক্তের গ্রুপ সর্ম্পকে জানতে পারে এবং রক্ত দানের মানসিকতা গড়ে উঠে এজন্যেই তাদের এই প্রয়াস। তিনি বলেন, পর্যায়ক্রমে গ্রামের প্রতিটি স্কুলে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, ১৮ থেকে ৫৪ বছরের যেকোনো সুস্থ-সবল মানুষ রক্তদান করতে পারে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

সুমন অহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহুতল বাণিজ্যিক ভবন নির্মান কাজের জন্য গভীর খনন কাজের ফলে নির্মানাধীন ভবনের পাশে থাকা একটি মসজিদের ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে করে মসজিদে আগত মুসল্লিসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমারশীল মোড় এলাকায় অবস্থিত মদিনা মসজিদ সংলগ্ন ১ নং খতিয়ান ভুক্ত ১৮১৯ দাগে ১৫ শতক ডোবা শ্রেণীর ভূমি ২০১৪ সালের ১৯ জুন ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতির নামে অস্থায়ী বন্দোবস্ত দেন তৎকালীন জেলা প্রশাসক মোশাররফ হোসেন।

পরে পুকুর ভরাট করে ২০১৮ সালের ১৫ মে চেম্বারের ভবন নির্মাণ কাজ শুরু হয়। ৬তলা বিশিষ্ট ভবন নির্মাণে চেম্বার কর্তৃপক্ষের সাথে চেম্বারের সহ-সভাপতি কাজী জাহাঙ্গীরের চুক্তিও হয়। বন্দোবস্তে অহস্তান্তরযোগ্য ও সাংগঠনিক কাজ পরিচালনা করার উদ্দেশ্যে চেম্বার কর্তৃপক্ষকে এ ভূমি দেয়ার কথা উল্লেখ থাকলেও ডেভেলপারের সাথে ৬০/৪০ শতাংশে চুক্তি করা হয়েছে বলে জানা গেছে। চেম্বার কর্তৃপক্ষ বন্দোবস্তের শর্ত লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

এ দিকে, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের জন্য গভীর খনন কাজ করায় সেখানে থাকা মদিনা জামে মসজিদে একাংশে ফাটল দেখা দিয়েছে। এতে করে মসজিদের মুসুল্লি ও আশপাশের ভবন মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মসজিদে ফাটল দেখা দেয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে নির্মান কাজ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন সাংবাদিকদের জানান, নানাভাবে আইনি পদক্ষেপ নিয়েও আমরা চেম্বার কর্তৃপক্ষের বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে পারছি না। আমরা এর প্রতিকার চাই।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক বলেন, সকল আইন ও শর্ত মেনেই আমরা নির্মাণ কাজ করছি। তবে বন্দোবস্তের ভূমিতে স্থায়ী ভবন নির্মাণের কোন অনুমতিপত্র আছে কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এমন তথ্যও তার জানা নেই।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, মসজিদে ফাটলের বিষয়টি জানতে পেরে চেম্বার কর্তৃপক্ষকে নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। দুই পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বারের ভবন নির্মান কাজে মসজিদের দেয়ালে ফাটল

সুমন আহম্মেদঃ
স্কুল কলেজ চলাকালিন সময়ে শিহ্মার্থীদের বিভিন্ন স্থানে অবাদে চলাফেরা ও আড্ডা দেওয়া বন্ধে অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

গত বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর ময়দানে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেলথানাপুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা(ওসি) সেলিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এসময় কাউকে আটক না করা হলে ও বিভিন্ন বয়সী তরুণ-তরুণীকে সর্তক করা হয়েছে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মোঃ সেলিম উদ্দিন জানান, স্কুল কলেজ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে গিয়ে আড্ডা দিয়ে তরুণ সমাজ যাতে বিপথে না যায় এজন্য এই নজরদারির ব্যবস্থা করা হয়েছে। শিহ্মার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এ অভিযান। আমরা বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে সর্তক করেছি। পরর্বতীতে তাদের দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে পিতা-মাতাকে সন্তানদের প্রতি আরো বেশি নজর দিতে আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরো বলেন শহরের বিভিন্ন রেস্তুরা, হোটেল, বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হবে।
এর আগে রোববার সকালে শহরের ফারুকী র্পাকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়ও বিভিন্ন বয়সী ছেলে-মেয়েকে সর্তক করা হয়েছে।

এ বিষয়ে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুশ কান্তি আর্চায জানান, স্কুল ফাঁকি দিয়ে আড্ডাবাজি মেনে নেওয়া যায় না। পুলিশের এ উদ্দ্যোগে আমি সাধুবাদ জানাই।
তবে অবসর সময়ে ছেলে মেয়েদের স্বাধীন ভাবে চলাফেরা যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে নজর রাখতে হবে।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ব্যাপক প্রশংসায় ভাসছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতার সেলিম উদ্দিন।

এমন পদক্ষেপ আরো প্রয়োজন বলে মনে করেন অভিভাবকগন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা বন্ধে পুলিশের অভিযান

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা বিক্রি নিয়ে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছে দুইভাই।
আজ সকাল এগারোটায় সুলতানপুর যুব উন্নয়ন প্রশিহ্মন গেইটের সামনে প্রায় ৩৭ শতাংশ জায়গা মাপ দিয়ে বর্তমান জায়গার মালিকের কাছে বুঝিয়ে দিতে গেলে সন্ত্রাসীরা চাঁদার জন্য হামলা করেন।আহতরা হলেন- আলম -৩৩, মান্নান-৪২। আহত দুইজন সুলতানপুর উত্তরপাড়া, হাজারীবাড়ির মৃত আব্দুল সোবহানের ছেলে।

খোজ নিয়ে জানা যায়- গত দুইমাস আগে সুলতানপুর ৩নং ওর্য়াডের মেম্বার রিপন এর কাছে আবদুল মান্নান প্রায় ৩৭ শতাংশ জায়গা বক্িির করেন ৯০ লক্ষ টাকার বিনিময়ে।
আজ জায়গা মাফ দেওয়ার সময় আজ প্রায়- (১০-১৫) জন ঘটনাস্থলে গিয়ে চাঁদা চাই। তারপর আব্দুল মান্নান এর ছোট ভাই আলম চাঁদা দিতে রাজী না হওয়ায় আমির হাজারী(৫৫) আলমকে রানদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। এসময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে আব্দুল মান্নান হামলার শিকার হয়।
আহত আবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাদেরকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

আব্দুল মান্নান বলেন- প্রায় সময় জায়গা বিক্রি বাবদ চাঁদা চেয়ে যাচ্ছিল আমির হাজারী(৫৫), লং হাজারী(৬০), রফিক হাজারী(৩৮), জমসেদ হাজারী(৬০), জহর হাজারী(৫৮), সামেনা বেগম(৪০)সহ প্রায় ১০-১৫ জন। তিনি আরোও বলেন- আমি তাদের বরিুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি। আমরা পুিলশ ও সাংবাদিকদের সহযোগিতা চাই।
###

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত একই পরিবারের দুই ভাই-

সুমন আহম্মেদঃ
সন্তান জন্মের পর পৃথিবীর সব চেয়ে নিরাপদ আশ্রয়স্থল মা বাবার কোল। কিন্তু কিছু ক্ষেএে সেই মা বাবার কোল নিরাপদ নয় এমনটাই প্রমান করলো অজ্ঞাত এক মহিলা । সন্তান জন্ম দেয়ার পর ভোর হতেই হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেছেন মা।

মা পালানোর পর অসুস্থ নবজাতককে চিকিৎসা দিয়ে যাচ্ছে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কতৃপক্ষ । নবজাতকের সব কিছু বিবেচনা করে মঙ্গলবার নবজাতক শিশুটেিক ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ, সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও হাসপাতালের যৌথ সহযোগিতায় নবজাতকটিকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ই অক্টোবর রাত ১১.০০ টায় কে বা কারা র্গভবতী এক অজ্ঞাত মহিলাকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে রেখে চলে যায় তারপর হাসপাতালের চর্তুথ শ্রেণীর র্কমচারী মোতাহের হোসেন সেন্টু গাইনী বিভাগে ভর্তি করিয়ে চিকিৎসা দেয় । হাসপাতালের ভর্তিরত অজ্ঞাত মহিলা গাইনী বিভাগে ১৪ই অক্টোবর ভোররাত ৩.০০ ঘঃ একটি ফুটফুটে ছেলে বাচ্চার জন্ম দেয় । ওইদিন ভোরেই শিশুটিকে রেখে উধাও হয়ে যান মা।

সদর মডেল থানার এস আই নারায়ণ বলেন, নবজাতক শিশুটিকে রেখে মা উধাও হয়ে যাওয়ার পর আমরা পুিলশ সদস্যরা সবাই মিলে শিশুটির দেখাশুনা করি। হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন এর সার্বিক সহযোগিতায় অসুস্থ শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার শিশুটি শিশু কনসালটেন্ট ডাঃ মোন ইকবাল হোসেন দেখে চিকিৎসা দিচ্ছেন এবং শিশুটি এখন অনেকটা সুস্থ আছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন- নবজাতকের কথা শোনে আমি আজ সকালেই তার খোজখবর নেয় তারপর সদর মডেল থানা পুলিশকে ও সমাজ সেবা অফিসার মাহমুদকে জানায়। তারপর নবজাতকের খাবার, পোষাক, ব্যবস্থা করি এবং এখন শিশুটি আমাদের হেফাজতে আছে। তিনি আরোও বলেন যদি কেউ শিশুটি নিতে ইচ্ছে পোষণ করে তাহলে সদর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে হবে৷
###

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেল মা-

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের কনিষ্ঠ ভ্রাতা আসাদ সরকার (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গত রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পথে রাত ৮টায় নরসিংদী এলাকায় তিনি শেষ নিঃ শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা, দুইপুত্র পরিবার-পরিজনসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।

সোমবার বাদ জোহর সদর উপজেলার আদমপুর নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নামাজে জানাযায় জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল,

পৌর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূইয়া, মোঃ বাবুল মিয়া, সাদেকুর রহমান শরীফ, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ মহসিন, সদর বিআরডিবির সাবেক চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, পৌর সভার প্যানেল মেয়র ফেরদৌস মিয়া, মুক্তিযোদ্ধা মুরাদ খানসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। এদিকে আসাদ সরকারের মৃত্যুতে তাঁর নামাজে জানাযা ও দাফন কার্যে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
###

আল-মামুন সরকারের কনিষ্ঠ ভ্রাতা আসাদ সরকারের ইন্তেকাল

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কৃতি সন্তান, উপজেলার ভূবন গ্রামের বাসিন্দা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রজোওয়ান আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে যান।

শুক্রবার সকালে ঢাকার উত্তরা ৭নং সেক্টর পার্কের জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে দ্বিতীয় নামাজে জানাযা এবং বাদ জুম্মা ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে ভূবন পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরের নামাজে জানাজায় জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি জিয়াউল হক মৃধা, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজামান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন। নামাজে জানাজা শেষে মরহুমের কফিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়।ল্লেখ্য, প্রবীন রাজনীতিবিদ রেজোওয়ান আহমেদ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসন থেকে একাধিবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
###

শোক সংবাদ রেজোওয়ান আহমেদ

ফেসবুকে আমরা..