সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশেষ ক্ষমতা স¤পন্ন শিশুরা নাচ, গান, অভিনয় করে শিল্পকলা একাডেমির মঞ্চ মাতিয়েছে।

শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

শিল্পকলা একাডেমির সহ-সভাপতি আল-মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়–য়া প্রমুখ।

নাচ, গান ও অভিনয় পরিবেশন করে কবিতা খাতুন, রিমন মিয়া, গোবিন্দ সাহা, মো. মহিউদ্দিন, মাহুমা খানম, লিজা রানী দাস, হুমায়ারা সিদ্দিকা নুন, মুজাহিদ রহমান, জান্নাতুল ফেরদৌস তন্নী, মামুনূর রশিদ রনি, সাওবান, রাব্বি।

জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক উসমান গণি সজীব জানান, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের এমন পরিবেশনা দেখে সবাই মুগ্ধ। এমন সুন্দর পরিবেশনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সুযোগ পেলে তারা অনেক কিছুই করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, ‘ওই শিশুরা অন্য আট-১০টা শিশুর মতোই। বিশেষ ক্ষমতাসম্পন্ন অনেক শিশুই ইতিমধ্যেই বিভিন্নভাবে সাফল্য অর্জন করেছে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের মধ্যে আরো আগ্রহ সৃষ্টি হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ক্ষমতা সম্ন্নপ শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে যাছাই-বাছাইয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য ১৭ জনের আবেদনই বাতিল করা হয়েছে। যাছাই-বাছাই শেষে বুধবার সন্ধ্যায় এই ঘোষনা দেয়া হয়।

এর আগে গত বুধবার সকাল থেকে দিনভর স্থানীয় অফিসার্স ক্লাবে যাচাই-বাছাই কমিটির সভাপতি ও সাবেক উপ-সচিব মিছবাহ উদ্দিন আহমেদ মিনুর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব নাজমা আশরাফী এবং সদস্য হাজী আবদুল বাকির সমন্বয়ে গঠিত কমিটি আবেদনপত্র যাছাই-বাছাই করে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী ১০টি সজ্ঞায় কাগজপত্র, সাক্ষ্য প্রমান ও আনুসাঙ্গিক বিষয়াদি শুনানির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেও আবেদনকারী কাউকে মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করতে পারেনি।

অথচ আবেদনকারী এই ১৭ ব্যক্তি নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার জন্য কমিটির কাছে লিখিত আবেদন করেছিলেন।

দিনভর যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় সংশ্লিষ্ট কমিটি এই ঘোষনা দেন। যাচাই-বাছাই চলাকালে শুনানিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের সহ সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও তাদেঁর স্বজন, সাক্ষীগন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব নাজমা আশরাফী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পুনরায় চুড়ান্ত যাচাই-বাছাইকালে প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষ্য প্রমানের ক্রুটি থাকায় ১৭ জনের আবেদনই সর্বসম্মতিক্রমে না-মঞ্জুর করা হয়েছে।

যাচাই বাছাই কমিটির সভাপতি ও সাবেক উপ-সচিব মিছবাহ উদ্দিন আহমেদ বলেন এ উপজেলায় বর্তমানে ৮০জন ভাতাভূক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করতে ১৭জনের আবেদন যাচাই-বাছাইকালে উপযুক্ত প্রমানাদি পেশ করতে ব্যর্থ হওয়ায় সব কয়টি আবেদনই বাতিল করা হয়েছে।
###

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নাসিরনগরে ১৭টি আবেদনই বাতিল

 

সুমন আহম্মেদঃ
“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ” র্শীষক প্রচার র্কাযক্রমের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং , বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এস ডি জি), ভিশনঃ ২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং সন্ত্রাসও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে মঙ্গলবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা র্নিবাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইলিয়াছ মেহেদী। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজিমুল হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী,সরাইল সার্কেল অতিরিক্তি পুলিশ সুপার মকবুল হোসেন,

উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান সেলিম পারভেজ,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুজাম্মেল হক,মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,সহকারি কমিশনার (ভুমি)ফিরোজা পারভিন,আশুগঞ্জ থানার ওসি তদন্ত ময়নাল হোসেন প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

উপস্থিত বক্তাগণ বলেন, দক্ষ এবং যোগ্য মানবসম্পদ উন্নয়নের মধ্যদিয়ে বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বের কারণে মানুষের জীবনযাত্রা এখন অনেক উন্নত। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামগুলো শহরে রূপ নেবে। মোংলা সমুদ্রবন্দর, পদ্মাসেতু, নির্মিতব্য খানজাহান আলী বিমানবন্দর এবং সুন্দরবনের অবস্থানের কারণে অবহেলিত দক্ষিণাঞ্চল এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সবার সহযোগিতা পেলে বাংলাদেশ অচিরেই সমৃদ্ধ হয়ে উঠবে।
###

আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়।

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে গত রোববার দিনব্যাপী টিসিবির ৫জন ডিলার (মেসার্স রোজগার ট্রেডার্স, মেসার্স অপু ট্রেডার্স, তামিম এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং জেহাদ এন্টারপ্রাইজ) স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) ও বঙ্গবন্ধু স্কয়ারে জনগনের মধ্যে সরকারি নির্ধারিত মূল্য প্রতি কেজি ৪৫টাকা দরে ৫টন পেঁয়াজ বিক্রি করে। এ সময় পুরুষ ও মহিলারা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে প্রতিজন ১ কেজি করে পেঁয়াজ কেনেন।

জেলা প্রশাসক হায়াত- উদ- দৌলা খাঁনের তত্ত্বাবধানে ও সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে খোলা বাজারে পেঁয়াজ বিক্রিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ সোমবার একই স্থানে সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
###

টিসিবির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি অব্যাহত

 

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি ও প্লাস্টিকের বস্তা মজুদ রাখার দায়ে দুই অটো রাইস মিলকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গত বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামানেরর নেতৃত্বে গঠিত দুটি পৃথক ভ্রাম্যমান আদালত সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মেসার্স গ্লোবাল অটো রাইস মিলের মালিক নাসির উদ্দিনকে ৫০ হাজার টাকা এবং মেসার্স জামান এন্ড সন্স অটো রাইস মিলের মালিক জুয়েল রায়কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে তাঁর (পঙ্কজ বড়–য়া) ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামানের নেতৃত্বে দুটি ভ্রাম্যমান আদালত সুহিলপুর এলাকায় অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তায় মজুদকৃত প্রায় ৭০০ বস্তা চাল রাখা এবং প্রতিষ্ঠানের নামে ছাপানো প্রায় ১০০০০ খালি প¬াস্টিকের বস্তা রাখার দায়ে মেসার্স গ্লোবাল অটো রাইস মিলকে ৫০হাজার টাকা জরিমানা ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুতকৃত প্লাস্টিকের বস্তায় ভর্তি প্রায় ৩০০ বস্তা চাল এবং প্রতিষ্ঠানের নামে ছাপানো প্রায় ১০০০০ খালি প্লাস্টিকের বস্তা মজুদের অপরাধে মেসার্স জামান এন্ড সন্স নামক অটো রাইস মিলকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুই অটো রাইস মিল থেকে জব্দকৃত খালি প্ল¬াস্টিকের বস্তা উম্মুক্ত স্থানে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া আরো বলেন, পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০/৪ অপরাধে ১৪ ধারায় এই জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
###

ভ্রাম্যমান আদালতের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় দুই অটোরাইস মিলকে জরিমানা

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়জুল আজিম নোমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলী করা হয়েছে। বুধবার জেলার পুলিশ সুপার কার্যালয়ে তার এই বদলীর আদেশ আসে। জেলা পুলিশের একটি সুত্র জানায় পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল আইজি ড.মো: মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এই বদলীর আদেশে ৫ ডিসেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহন করে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে তাকে। অন্যথায় ৬ই ডিসেম্বর থেকে তার তাৎক্ষনিক বদলী বলে গন্য হবে। বদলীর এই আদেশটি হয় ২৬ নভেম্বর।

ইয়াবা ব্যবসায় সাথে জড়িত থাকার কারণে গত ক’দিন ধরেই আলোচিত ছিলেন ওসি ফয়জুল আজিম নোমান। তার থাকার কক্ষ থেকে কয়েক’শ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সেগুলো তার বাবুর্চি জাহিদ ভূইয়া (৩০) নিজের বাসায় নিয়ে গেলে ওসির নির্দেশে পরদিন তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশ। ২২ নভেম্বর জাহিদকে আটক করে ৫ দিন থানায় রেখে মঙ্গলবার তাকে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। বাবুর্চিকে আটক করার পরই প্রকাশ পায় ইয়াবাগুলো ওসির বিছানার নিচে ছিলো। সেগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় ওসি ক্ষুব্দ হন তার ওপর। তবে ওসি ফয়জুল আজিম নোমান সাংবাদিকদের জানান তার কক্ষটি পরিস্কারের পর ময়লাস্তুপ করে রাখার স্থানে ইয়াবা ট্যাবলেটগুলো পেয়ে জাহিদ তার বাড়িতে নিয়ে যায়।

এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। ওসি বলেন মুলত জাহিদ বিক্রি করার জন্যেই ট্যাবলেটগুলো সেখানে রেখেছিলো। এর আগে থানা থেকে সে মোবাইলও চুরি করে নিয়ে গেছে। ইয়াবা ট্যাবলেট ও মোবাইলসহ তাকে আটক করা হয়। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতম কর্মকর্তারা ২৩ নভেম্বর রাতে থানায় গিয়ে এঘটনার তদন্ত করেন।

বিজয়নগর থানার এসআই হাসান খলিল উল্লাহ বাদী হয়ে বাবুর্চি জাহিদের বিরুদ্ধে দেয়া মামলার এজাহারে তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তার বিরুদ্ধে সীমান্ত এলাকা থেকে মাদক কিনে এনে বিক্রি করার অভিযোগ আনা হয়। ২৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাহিদের শ্বশুর খাদুরাইল গ্রামের মর্তুজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করার উল্লেখ করা হয় ওই এজাহারে। ফয়জুল আজিম নোমান সীমান্তবর্তী এই থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগ দেন ২০১৮ সালের ৬ জুন। এরপর ওই বছরের ২০ ডিসেম্বর অফিসার ইনচাজ্রের দায়িত্ব পান। তার এখানে যোগ দেয়ার পরই মাদক ব্যবসা প্রসার পায়। অবনতি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির। ওসি নিজেও মাদকসেবী বলে লোকমুখে ছড়িয়ে পড়ে।

###

ইয়াবা কান্ডে বদলী বিজয়নগরের ওসি

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫টি চোরাই গরুসহ ৫ গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গরুবাহী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাশানী গ্রামের জাকির হোসেন- (২২) একই উপজেলার চর-ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি গ্রামের মোঃ ইয়ামিন-(২০), একই এলাকার মোঃ আবুল কাসেম-(২০), মোঃ গোলাম কাদির-(৫৫) এবং সরাইল উপজেলার বারিউড়া গ্রামের মোঃ বাদল মিয়া-(২৮)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম (নোমান) জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৫টি গরু চুরি নিয়ে আসার সময় বিজয়নগর উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে গরুবাহী পিকআপ ভ্যানসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, গরুর মালিকরা তাদের গরু নিয়ে যেতে থানায় যোগাযোগ শুরু করেছেন।
###

বিজয়নগরে ৫টি চোরাই গরুসহ গ্রেফতার -৫ ॥ পিকআপ ভ্যান আটক

সুমন আহম্মেদঃ
আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করবেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন মোহাম্মদ জুবায়ের,

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক।
###

আজ ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো মোবাইল অ্যাপস্ এর প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
গতকাল সোমবার দুপুরে খাদ্য শস্য সংগ্রহ ব্যবস্থাপনা ও কৃষকের অ্যাপস্ এর পাইলটিং প্রকল্পের কার্যক্রম বিষয়ে খাদ্য অধিদপ্তর ও অংশীজনের সাথে ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সাংবাদিকদের এই তথ্য জানান।

এর আগে গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ডঃ মোছাম্মৎ নাজমানারা খানমের সাথে যুক্ত হন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

এ সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, চলতি আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৪ হাজার ৮শ মেট্টিক টন আমন ধান সরকারীভাবে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে মোবাইল অ্যাপস্ এর মাধ্যমে পাইলট প্রকল্পের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১ হাজার প্রান্তিক কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ৯শ ৯৯ মেট্টিক টন ধান ১ হাজার ৪০টাকা প্রতি মন ( ৪০ কেজি) দরে সংগ্রহ করা হবে।

আগামী ৭ ডিসেম্বর মোবাইল অ্যাপস্ এর রেজিষ্ট্রেশনের শেষ দিন নির্ধারন করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে এই ধান সংগ্রহ কাজে কৃষকদের সহযোগীতা করবে উপ-সহকারী কৃষি অফিসারগন, পৌরসভা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্রয় অভিযান চলবে। আধুনিক প্রক্রিয়ায় ধানক্রয়ে প্রান্তিক কৃষকেরা লাভবান হবেন বলে জানান তিনি।

ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবু নাসের, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পর্যায়ের কৃষকেরা।
###

মোবাইল অ্যাপস্ এর প্রযুক্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো সংগ্রহ করা হবে ধান

সুমন আহম্মেদঃ
সুরে-ছন্দে-নৃত্যে-আবৃত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রোববার রাতে শহরের পুরাতন জেলখানা পুকুরের পূর্বপাড়ে আসিফ টিউটোরিয়াল এন্ড হাই স্কুল উঠানে জেলা শিল্পকলা একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। বক্তব্য রাখেন জেলা জজ অরুনাভ চক্রবর্তী,সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এসআরএম উসমান গনি সজিব,সাহিত্য একাডেমী কবি জয়দুল হোসেন,সুর স¤্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সম্পাদক কবি আবদুল মান্নান সরকার ও নারী সংগঠক নন্দিতা গুহ। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিদের পরিবেশনায় সমবেত ও একক সঙ্গীত,নৃত্য এবং তিতাস আবৃত্তি সংগঠন ও ভাষা সাহিত্য অনুশীলন কেন্দ্রের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা।
###

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান

ফেসবুকে আমরা..