আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়।

 

সুমন আহম্মেদঃ
“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ” র্শীষক প্রচার র্কাযক্রমের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং , বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এস ডি জি), ভিশনঃ ২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং সন্ত্রাসও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে মঙ্গলবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা র্নিবাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইলিয়াছ মেহেদী। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজিমুল হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী,সরাইল সার্কেল অতিরিক্তি পুলিশ সুপার মকবুল হোসেন,

উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান সেলিম পারভেজ,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুজাম্মেল হক,মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,সহকারি কমিশনার (ভুমি)ফিরোজা পারভিন,আশুগঞ্জ থানার ওসি তদন্ত ময়নাল হোসেন প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

উপস্থিত বক্তাগণ বলেন, দক্ষ এবং যোগ্য মানবসম্পদ উন্নয়নের মধ্যদিয়ে বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বের কারণে মানুষের জীবনযাত্রা এখন অনেক উন্নত। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামগুলো শহরে রূপ নেবে। মোংলা সমুদ্রবন্দর, পদ্মাসেতু, নির্মিতব্য খানজাহান আলী বিমানবন্দর এবং সুন্দরবনের অবস্থানের কারণে অবহেলিত দক্ষিণাঞ্চল এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সবার সহযোগিতা পেলে বাংলাদেশ অচিরেই সমৃদ্ধ হয়ে উঠবে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..