botv নিউজ:

শান্তিবাগ বয়েজ ক্লাব ও আ ব র নি সংগঠনের সদস্য মো: বিপ্লব হোসেন কে বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত করায়

জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ সকল সহযোগিদের brahmanbaria online tv এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

###

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি”র অভিনন্দন ও শুভেচ্ছা

হারানো বিজ্ঞপ্তি:

রুবি আক্তার বয়স ৫৪ বছর, স্বামী-মালেক মিয়া( মঠের গোড়ায় চায়ের দোকান), মধ্যপাড়া শান্তিবাগ মন মিয়ার বাড়ির ভাড়াটিয়া, দীর্ঘ ১০ বছর যাবত স্বামীকে নিয়ে বসবাস করছে।

১০ জানুয়ারি-২০১৮ তারিখ মঠের গোড়ার চায়ের দোকান থেকে বাড়ীতে যাওয়ার পথে হারিয়ে যায়। পাশের সকল উপজেলা, আত্মীয়-স্বজন, হাসপাতাল-ক্লিনিকসহ অন্যান্য জায়গায় খোঁজাখোঁজির করে পাওয়া যায়নি।

যদি কোনো হৃদয়বান ব্যাক্তি তার সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে দয়া করে নিম্ম দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগের মাধ্যম:

সালাম মিয়া- ০১৭৩১-৬৫৬৪৫৫, হেলাল আহমেদ-০১৭৮০-৭৮৩৬৯৪

হারিয়েছে…….

জেলা ছাত্রলীগের সাবেক  সম্পাদক সৈয়দ মো: আরাফাত এর বাবা কাজীপাড়া নিবাসী সৈয়দ সোহাগ মিয়া(৮২) সোমবার দুপুর ১:৩০টায়   ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজীউন)।সোমবার মাগরিব নামাজের জানাজা শেষে মৌলভী হাটি কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার স্ত্রী ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণীজ্ঞাহি রেখে গেছেন।

আরাফাতের বাবার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া।

শোক সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়ার বাসিন্দা, মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, আশেক মান্নার হিমেলের মাতা, ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া এজেন্সি অফিসে কর্মরত জুনিয়র এক্সিউটিভ অফিসার রাজিয়া সুলতানা ইন্তেকাল করেছেন ( (ইন্না— রাজিউন)।

বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল-(৫৫) বছর। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। বৃহস্পতিবার বাদ জোহর লোকনাথ উদ্যানের (টেংকের পাড়) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা শেষে পৌর এলাকার শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নামাজে জানাযায় জেলার সর্বস্তরের সাংবাদিকগনসহ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য মরহুমা রাজিয়া বেগম ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির বড় বোন। এদিকে রাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
###

মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমেলের মাতা রাজিয়া সুলতানা ইন্তেকাল

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি স্টুডিও তে বিশিষ্ট দলীল লেখক ও  বিওটিভি”র সাংবাদিক সফিকুল হক সাকিলের জন্মদিন পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনলাইন টিভি’র অস্থায়ী কার্যালয়ে কেক কেটে ও মিষ্টিমুখ মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিনে সহকর্মী ও বন্ধু-বান্ধব সহ ব্রাহ্মণবাড়িয়ার উদীয়মান ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে সাকিলের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি’র প্রকাশকও সম্পাদক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পারভেজ, বিশিস্ট সাংবাদিক মাসুক হৃদয়,জেল ছাত্রলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক মো: রাসেল মিয়া, সুপার ক্রিসেন্ট ক্লিনিক এর মো: ইদ্রিস মিয়া,   আদর্শ কিন্ডার গার্টেন এর সহকারী শিক্ষক তাসলিমা বেগম, অংকুর অন্বেষা বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ও আবৃত্তিশিল্পী শারমিন সুলতানা, বাংলা নিউজ২৪ এর জেলা প্রতিনিধি মেহেদি নুর পরশ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সিও নজরুল ইসলাম, আ ব র নি সংগঠনের সুমন আহমেদ. হেলাল আহমেদ ও আবু সালেক ।

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি উদ্যোগে সফিকুল হক সাকিলের জন্মদিন উদযাপন

 

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক নেতা মোঃ বাহারুল ইসলাম মোল্লা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।গত ২৯ জানুয়ারি তিনি এই কমিটির সদস্য নির্বাচিত হন।

দায়িত্ব পালনে তিনি  র্সবস্থরের জনগনের কাছে যার যার জায়গা থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন।

উল্লেখ্য সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা দক্ষতা ও সুনামের সাথে সদর উপজেলা শিক্ষা কমিটি, সদর উপজেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সদস্য এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি  ব্রাহ্মণবাড়িয়া জেলা পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ কমিটির আজীবন সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া জেলার  মুক্তিযোদ্ধের পক্ষের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোর সাথে নিবিড় সম্পর্কের মাধ্যমে সকলের কাছে স্পষ্টবাদী সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত। আগামী দিনে যে কোনো গুরুত্বপূর্ণ  সংগঠনের বড় দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন।

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি ”র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে সাংবাদিক বাহার মোল্লার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

###

উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক বাহারুল মোল্লা


botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম, দেশের প্রখ্যাত মাওলানা মোখলেছুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সকালে জেলা শহরের মেড্ডায় বাইতুল নুর মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মেড্ডা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন তাঁর পুত্র কুমিল্লার বো আরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা মুস্তাফিজ আল আমিন জুনায়েদ।

শনিবার বিকেলে তিনি তার পূর্ব মেড্ডাস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও পুত্রবধূসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দেশের প্রখ্যাত মাওলানা মোখলেছুর রহমানের দাফন সম্পন্ন

শোকর্বাতা:

ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিং অফিসের দলীল লেখক সমিতির সভাপতি মো: মিজনুর রহমানের মাতা হাজী আবেদা বেগম ১৬-জানুয়ারী মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শহরের নিজ বাড়ীতে স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেন।(ইন্নাল্লিহী ওয়া……..রাজীউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিন ছেলে, তিন মেয়ে,দশ নায়নাতকর সহ অসংখ্য গুণীজ্ঞাহী ও সুভান্যুধায়ী রেখে গেছেন।

১৭ জানুয়ারী বুধবার সকাল ১০টায় শহরের টেংকের পাড় মাঠে মরহুমের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।পরে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাবুটিয়ায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অন্যদিকে সমিতির সভাপতির মা’র মৃত্যুতে দলীল লেখকদের মাঝে শোক বিরাজ করছে।

###

জেলা দলীল লেখক সমিতির সভাপতির মায়ের মৃত্যুবরণ

লেখাটি জহিরুল ইসলাম স্বপন এর ফেইসবুক ওয়াল থেকে নেওয়া:

মতিলাল বণিক কালো রঙের হলেও লাল মিয়া ভাই। বাবা হিন্দু তিনি জাতে মানুষ।মহাজাগতিক মানবধর্মে বিশ্বাসী। কার্ল মার্ক্স,লেনিন, কবি সুকান্ত রবীন্দ্রনাথ কাজী নজরুল তাঁর প্রিয় মানুষ।জন্ম কসবা উপজেলার চণ্ডীদ্বার গ্রামে ১৯৪৪ সালে।পিতা মনোমোহন বণিক পেশায় ডাক্তার।

মতিবাবু ১৯৬৩ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন।১৯৬৪ সালে ব্রাহ্মণবাড়িয়া মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তানেরর গভর্নর মোনায়েম খানকে ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিরোধে অগ্রভাগে ছিলেন।তখন নেতৃবৃন্দ ছিলেন জনাব লুৎফুল হাই সাচ্চু, মাহবুবুল হুদা,কোববাত এ্যাড.( সৈয়দাবাদ) এম এ কাইয়ুম,( কসবা) জনাব দিলারা হারুন,বাদল, ( মৌড়াইল) শফিক খান( পুনিয়াউট) প্রমুখ।

১৯৭০ সালে কসবা ফ্রি প্রাইমারি স্কুলে শিক্ষকতা যোগদান করেন। ১৯৭৮ সালে চণ্ডীদ্বার উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি মহকুমার বিভিন্ন স্থানে ১৯৬৫-১৯৭০ সাল পর্যন্ত জাতীয় ও গণতান্ত্রিক অান্দোলনে সক্রিয় অংশগ্রহণকরেন।

১৯৭১ সালে ছোট ভাই মোহনলাল বণিককে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।১৬ এপ্রিল ১৯৭১ দেবীপুরে হাবিলদার আব্দুল মান্নান তাদের১৩ জনকে কিছুদিন থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রশিক্ষণ নেন। গত ৮ মার্চ ১৯৭১ সালে চণ্ডীদ্বার স্কুল মাঠে, পরে চানমোড়াতে হাবিলদার আ হালিমের কাছে প্রশিক্ষণ নেন।

তাঁর সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ফিরুজ ( চড়নাল) এম এ কাইয়ুম, নওয়াব মিয়া ( আকবপুর), আ. কাদির, আজহার চতুর্থ বেঙ্গল ( চন্দ্রপুর), জামাল খান, আ. রহিম। জনাব রহিম বলেন, তিনি আমাদের রাজনীতির গুরু। তিনি ছোট ভাইকে খোঁজে না পেয়ে ১৭ ডিসেম্বর বাড়িতে ফিরে আসেন।আজও শোষণহীন সমাজতান্ত্রিক সোনার বাংলার সম্পদ দেখেন। মানুষের রাষ্ট্রীয় ব্যবস্থা,সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেন। তিনি১৯৭১ সালের মুক্তিযোদ্ধা মতি লাল বণিক।

আমাদের প্রিয় মতি দা…..

ফেসবুকে আমরা..