সময়ের প্রয়োজনে…(কালনী, বিজয় এক্সপ্রেস) ট্রেন দুটি”র ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে যাত্রা বিরতি, সকল আন্ত:নগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, রেলওয়ে টিকেট কালোবাজারী বন্ধ ও শহরের ফুটপাত দখল মুক্ত করার দাবীতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছে জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমার পারভেজের পরিচালনায় সভাপতিত্ব করবেন জেলা নাগরিক ফোরামের সভাপতি  সাংবাদিক পীযুষ কান্তি আচার্য।

আগামী ২৫ জুলাই-২০১৮ইং রোজ বুধবার বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার সকল সচেতন নাগরিকদের অংশগ্রহন করার বিনীত অনুরোধ জানিয়েছেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।

###

টিকেট কালোবাজারী বন্ধ ও ফুটপাত দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ

দেশের ক্রমবর্ধমান সফলতা ও উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে অাগামি নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াস্থ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘অাবরনি’র উদ্যােগে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও অাবরনি’র নির্বাহী পরিচালক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ব্যাপক জনপ্রিয় ছাত্রনেতা মাহমুদুল হক ভূঁইয়া।

ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সময় টেলিভিশনের ব্যুরো প্রতিবেদক উজ্জ্বল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর মোহাম্মদ শাহীন, দ্য ডেইলি স্টার’র জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, জেলা ছাত্রলীগের সাবেক অাহবায়ক জাহাঙ্গীর হোসেন, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সৈয়দ অারাফাত, সহসভাপতি অশেষ রায়, জয়নাল অাবেদীন, তানভীর অাখতার, অাশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হক মামুন, সহসভাপতি সজিবুর রহমান, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, সরাইল ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য অামিন খান, সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল অাসাদ সিজার প্রমুখ।

এছাড়া সংগঠন সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক শারমিন সুলতানা, সদস্য নুরুল অামিন নুরু, সুমন অাহমেদ, হেলাল অাহমেদ, ইমরান মিয়া, বিপ্লব হোসেন, ফাহিম ও ইসরাত।

ইফতারের সময় বর্তমান শেখ হাসিনা সরকারকে আগামী নির্বাচনে পূর্ণরায় রাষ্ট্রিয় ক্ষমতায় আনার জন্য মহান সৃস্টিকর্তার কাছে প্রার্থনা করেন।মসজিদে  আমীর এর ইমাম এরশাদ হুজুর ও হাফেজ এখলাসুর রহমান।

###

আ ব র নি’র উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..