botvনিউজঃ

কাজিপাড়ার কৃতিসন্তান আট নং ওয়ার্ড কাউন্সিলর সমাজ সেবায়-২০১৮ নবাব স্যার সুলিমুল্লাহ গোল্ড মেডেল শ্রেষ্ঠ কাউন্সিলরের বিষেশ সম্মাননা পেয়েছেন কাজিপাড়ার কৃতিসন্তান শাহ মোঃ শরিফ ভান্ডারী ।

গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ফটোজানালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে চট্রলা ফাউন্ডশনের উদ্যোগে এ সম্মাননা প্র্রধান করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।

বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লা খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের প্রো-ভিসি ডা. শহিদুল্ল সিকদার, শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব তপন কুমার নাত, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত পীরজাদা শহিদুল হারুন প্রমুখ ।

এ সময় পৌর কাউন্সিলর শাহ মোহাম্মদ শরীফ ভান্ডারী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ সম্মানা আগামী দিনে আমাকে আরো সমাজ সেবা করতে অনুপ্রাণিত করবে ।

শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে নবাব স্যার সুলিমুল্লাহ স্বর্ন পদক পেয়েছে শাহ শরিফ ভান্ডারী

 

botv নিউজঃ

দীর্ঘ ৫ বছর পর আগামীকাল ২ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে ব্রহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন।

সকাল ১০টায় স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকের পাড়) অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের কার্য নির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।

জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি, ফয়জুর রহমান বাদল এমপি, অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন।

বিশেষ বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আল-আমিন, মোঃ মনির হোসেন প্রমুখ।

দীর্ঘ ৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন

botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৬০জন অসহায় প্রতিবন্ধির হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, দরিদ্র জনগোষ্ঠীর পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মোঃ শাহেদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ সহ প্রশাসনের কর্মকর্তারাগন।
###

প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী ব্রাহ্মণবাড়িয়া মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে brahmanbariaonlinetv ‍studio তে প্রিয়নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে কেককাটা হয়।

অনলাইন টিভি’র প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,সময়  টেলিভিশনের ক্যামেরাম্যান  জুয়েলুর রহমান ও জেলা ছাত্রলীগনেতা মো: ইমরান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আ ব র নি  সংগঠনের সদস্য সফিকুল হক শাকিল, মো: ইদ্রিস মিয়া, সুমন আহমেদ, হেলাল আহমেদ, সালে উদ্দিন সালেক ও রাজীব ।

জীবন্ত কিংবদন্তী নেতার জন্মদিন উদযাপন করেছে brahmanbariaonlinetv

লেখাটি জহিরুল ইসলাম স্বপন এর ফেইসবুক ওয়াল থেকে নেওয়া:

মতিলাল বণিক কালো রঙের হলেও লাল মিয়া ভাই। বাবা হিন্দু তিনি জাতে মানুষ।মহাজাগতিক মানবধর্মে বিশ্বাসী। কার্ল মার্ক্স,লেনিন, কবি সুকান্ত রবীন্দ্রনাথ কাজী নজরুল তাঁর প্রিয় মানুষ।জন্ম কসবা উপজেলার চণ্ডীদ্বার গ্রামে ১৯৪৪ সালে।পিতা মনোমোহন বণিক পেশায় ডাক্তার।

মতিবাবু ১৯৬৩ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন।১৯৬৪ সালে ব্রাহ্মণবাড়িয়া মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তানেরর গভর্নর মোনায়েম খানকে ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিরোধে অগ্রভাগে ছিলেন।তখন নেতৃবৃন্দ ছিলেন জনাব লুৎফুল হাই সাচ্চু, মাহবুবুল হুদা,কোববাত এ্যাড.( সৈয়দাবাদ) এম এ কাইয়ুম,( কসবা) জনাব দিলারা হারুন,বাদল, ( মৌড়াইল) শফিক খান( পুনিয়াউট) প্রমুখ।

১৯৭০ সালে কসবা ফ্রি প্রাইমারি স্কুলে শিক্ষকতা যোগদান করেন। ১৯৭৮ সালে চণ্ডীদ্বার উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি মহকুমার বিভিন্ন স্থানে ১৯৬৫-১৯৭০ সাল পর্যন্ত জাতীয় ও গণতান্ত্রিক অান্দোলনে সক্রিয় অংশগ্রহণকরেন।

১৯৭১ সালে ছোট ভাই মোহনলাল বণিককে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।১৬ এপ্রিল ১৯৭১ দেবীপুরে হাবিলদার আব্দুল মান্নান তাদের১৩ জনকে কিছুদিন থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রশিক্ষণ নেন। গত ৮ মার্চ ১৯৭১ সালে চণ্ডীদ্বার স্কুল মাঠে, পরে চানমোড়াতে হাবিলদার আ হালিমের কাছে প্রশিক্ষণ নেন।

তাঁর সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ফিরুজ ( চড়নাল) এম এ কাইয়ুম, নওয়াব মিয়া ( আকবপুর), আ. কাদির, আজহার চতুর্থ বেঙ্গল ( চন্দ্রপুর), জামাল খান, আ. রহিম। জনাব রহিম বলেন, তিনি আমাদের রাজনীতির গুরু। তিনি ছোট ভাইকে খোঁজে না পেয়ে ১৭ ডিসেম্বর বাড়িতে ফিরে আসেন।আজও শোষণহীন সমাজতান্ত্রিক সোনার বাংলার সম্পদ দেখেন। মানুষের রাষ্ট্রীয় ব্যবস্থা,সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেন। তিনি১৯৭১ সালের মুক্তিযোদ্ধা মতি লাল বণিক।

আমাদের প্রিয় মতি দা…..

শহর প্রতিনিধ:

ব্রাহ্মণবাড়িয়া  ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে পৌরসভার সার্ভিস এসোসিয়েশন  ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, সরকারি কোষাগার থেকে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের জন্য  সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সোমবার থেকে কর্মবিরতী শুরু করেছে।
গতকাল সোমবার সকালে পৌর ভবন প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার। এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, উপদেষ্টা ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউছার, সংরক্ষণ কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান প্রমুখ।

##

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভিস এসোসিয়েশন কর্মবিরতি

 

যখন-তখন, যেখানে-সেখানে, এখুনি সার্বসক্রাইব করুন,ব্রাহ্মণবাড়িয়াকে সাথে রাখুন।

সময়-অসময়-সুসময়ের দাবী,ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি

ফেসবুকে আমরা..