সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কংগ্রেসকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলার মির্জাপুরে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ও ভূপেষ চৌধরী গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ।

বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাধারন সম্পদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট মোঃ নাসির মিয়া।

সম্মেলনে বক্তারা সামাজিক নায্যতা, সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়ন হয়েছে তাতে কোন সন্দেহ নেই। তবে দেশের সম্পদ মুষ্ঠিমেয় লোকের কাছে কেন্দ্রীভূত হয়েছে। যার ফলে উন্নয়নের পাশাপাশি ব্যাপক বৈষম্যের সৃষ্টি হচ্ছে। গ্রাম এবং শহরের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। বক্তারা বলেন,

স্বাধীন মত প্রকাশের জন্য পিটুনী দিয়ে হত্যা গনতন্ত্রের জন্য ভয়ংকর। বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের লড়াইয়ে ওয়ার্কার্স পার্টির কোন বিকল্প নেই। মুক্তিযুদ্ধের চেতনার বিকল্প শক্তি হিসেবে ওয়ার্কার্স পার্টিকে গড়ে তুলতে হবে।
###

বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ বোতল স্কাফ এবং মাদক বিক্রির ১৬ হাজার ৭৩০ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গত শুক্রবার শুক্রবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজার এবং উপজেলার ফতেপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার কাশীনগরের মোঃ জুয়েল মিয়া-(২২), নলগরিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন-(১৯) এবং পেটুয়াজুরী গ্রামের সুভেল মিয়া- (৩২)।

র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ বোতল স্কাফ এবং মাদক বিক্রির ১৬ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
###

বিজয়নগরে তিন মাদক ব্যবসায়ী আটক

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পর্যটন সম্ভাবনার বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (বাণিজ্যিক) মোঃ আব্দুস সামাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন, সাংবাদিক, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
###

পর্যটন সম্ভাবনার বিষয়ে বিজয়নগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত শনিবার বিকেলে উপজেলার চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে বলেন, আজকে হাজার হাজার লোক নৌকা মার্কার পক্ষে শ্লোগান দিচ্ছেন, নির্বাচনের দিন আপনারা কোথায় ছিলেন? যদি নৌকার জন্য কাজ করে থাকেন তাহলে কোথায় গেলো ভোট? নিজেকে নিজে প্রশ্ন করেন । দিনের বেলা নৌকা আর রাতের বেলা ঘোড়া ?। সবাই নৌকা মার্কার সমর্থক কিন্তু ভোটের বাক্সে ঘোড়া।

তিনি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরোধিতাকারীদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনে নৌকা মার্কার জন্য কাজ করার জন্য আপনাদেরকে অনুরোধ করেছি। নৌকার বিরোধীতাকারী লোকগুলোর লজ্জা হওয়া উচিত। অনেকের খামখেয়ালি আর চতুরতার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।

তিনি বলেন, নির্বাচনের সময় দল না করলে কখন করবেন? যারা নির্বাচনে বিরোধিতা করেছিলেন তাদের সবাইকে আমরা চিনি। তারা একজনও কমিটিতে থাকতে পারবেন না। তৃণমূল পর্যায়ে দলকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে তিনি দলীয় নেতা-কর্মীদের আহবান জানান।

সম্মেলনে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
###

বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
নৌকাযোগে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে তিতাস নদীতে একদল দৃর্বৃত্তের হানায় জেলার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৫ জন রক্তাক্ত আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের তিতাস নদী এলাকায় দুর্বৃত্তরা এ হামলা চালায়।

হামলায় আহতরা হলেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, চরইসলামপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেম্বার তফসিরুল ইসলাম, নৌকার মাঝি একই ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা শুক্কুর আলী (৪০) ও উলফত আলীর ছেলে রহমত উল্লাহ (২০)। আহতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হামলার শিকার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, আগামিকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের প্রস্তুতিমূলক কাজ শেষ করে তারা কয়েকজন একটি ইঞ্জিনচালিত নৌকায় করে শহরের দিকে ফিরছিলেন। তাদেরকে বহনকারি নৌকাটি কাশিনগর গ্রামের তিতাস নদীতে আসার পরপরই একদল দুর্বৃত্ত অন্য একটি নৌকা তাদের নৌকার উপর আড়াআড়িভাবে তুলে দেয়। এসময় কোন কিছু জিজ্ঞেস করার আগেই দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে নৌকার মাঝিদের পেটাতে থাকে। এসময় এগিয়ে আসলে তাদেরকেও লাঠিপেটা করে দুর্বৃত্তরা। তবে এসময় অন্ধকার থাকায় তারা হামলাকারিদের চিনতে পারেননি।

তিনি জানান, এ ঘটনার পর আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
###

আ’লীগ নেতার নৌকায় দুর্র্বৃত্তদের হামলায় আহত ৫

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকসা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।শুক্রবার দুপুরে উপজেলার চান্দুরা- আখাউড়া সড়কের আলাদাউদপুর রাস্তার পাশের নালা থেকে হাফিজ মিয়া-(২৫) নামক চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

হাফিজ মিয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের কেফায়েত আলীর ছেলে। হাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাফিজ মিয়া পরিবারের লোকদের জানায়, সে আখাউড়া উপজেলার খড়মপুর থেকে যাত্রী নিয়ে বিজয়নগর উপজেলার ছতরপুর যাচ্ছে। পরে আর তার সাথে যোগাযোগ হয়নি।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার দুপুর ২টার সময় কাদা মাটির ভেতর থেকে হাফিজের লাশ উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন আদিত্য জানান, লাশের দুই হাত ও পা ও মুখ বাঁধা ছিল। সারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
###

বিজয়নগরে চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাই

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিবন্ধী নারী (৩৫)-কে পালাক্রমে ধর্ষনের ঘটনায় লিটন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার হরষপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন হরষপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এর আগে রোববার রাতে ভিকটিমের ভাগ্নি ( বোনের মেয়ে) বাদি হয়ে বিজয়নগর থানায় চারজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ২/১জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, উপজেলার হরষপুর গ্রামের লিটন একই এলাকার জসিম, ফয়সাল ও নাহিদ।

ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, মানসিক প্রতিবন্ধী ওই নারীর বাড়ি কুমিল্লা জেলায়। স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি তার বড় বোনের মেয়ের (ভাগ্নি) সাথে বিজয়নগর উপজেলার হরষপুর খেয়াঘাট এলাকায় বসবাস করেন। গত ১১ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১টার দিকে ভিকটিমের ভাগ্নি তাকে বাসায় রেখে বাইরে গেলে খালি বাসায় আসামীরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে অসুস্থ্য অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত রোববার চিকিৎসক তাকে ছাড়পত্র দেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবিরের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
###

বিজয়নগরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-১

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হরষপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওই নারীর পারিবারিক সূত্র জানায়, ওই নারীর বাড়ি কুমিল্লা জেলায়। স্বামী পরিত্যাক্তা হওয়ায় তিনি বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় ভাগ্নির সাথে বসবাস করতেন ও কাপড়ের ব্যবসা করতেন।

গত বুধবার বেলা ১১টায় ওই নারীকে বাসায় একা রেখে তার ভাগ্নি বাজারে যান। ফিরে দেখেন ওই নারী কান্নাকাটি করছে। পরে ওই নারী তাকে জানায়, স্থানীয় আব্দুল মান্নানের ছেলে লিটন, নুরুল ইসলামের ছেলে জসিম ও আব্দুল জব্বারের ছেলে ফয়সাল তাকে পালাক্রমে ধর্ষণ করেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির জানান, এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
###

বিজয়নগরে গণধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহাগ মিয়া-(৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আউলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া উপজেলার কেশবপুর গ্রামের এলাই মিয়ার ছেলে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
###

বিজয়নগরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
বহুল প্রতিক্ষিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের (চান্দুরা-সিঙ্গারবিল সড়ক) সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

ভিত্তিপ্রস্তর উপলক্ষে চান্দুরা ডাক বাংলো মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা লুৎফুর রহমান (মুকাই আলী), উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানী প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, বিএনপি এবং জাপা এই দুই দলের হাত রক্তে রঞ্জিত। এরশাদ বলত যে তার হাত নাকি রক্ত নাই। বসুনিয়ার রক্ত কার হাতে? সেলিম দেলোয়ারের রক্ত কার হাতে? এ রকম অগনিত মানুষের রক্তের কাহিনী বলা যাবে। তিনি বলেন, বেগম জিয়া এবং এরশাদের হাতে রক্তের দাগ আছে। তারা সাধারন মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছেন। তাদের মুখে এমন বুলি মানায় না।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। বিজয়নগরের এই সড়কটির কাজ শেষ হলে এপথে চলাচলকারী জনগন উপকৃত হবে। তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজের গুণগতমান বজায় রেখে সড়কের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রায় ১৭ কিলোমিটার পর্যন্ত (চান্দুরা ডাকবাংলো এলাকা থেকে সিংগারবিল পর্যন্ত) মুক্তিযোদ্ধা সড়কটির সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটির বাস্তবায়ন করছে।
###

প্রায় সাড়ে ২১ কোটি টাকা ব্যয়ে বিজয়নগরের মুক্তিযোদ্ধা সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফেসবুকে আমরা..