botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভাবনাময় ও লাভজনক টার্কি পাখি পালন বিষয়ে গতকাল বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সদর উপজেলার সুলতানপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সুলতানপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রর ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ কফিল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন, খড়ম শাহ্ টার্কি ফার্মের উদ্যোক্তা মোঃ একরাম চৌধুরী।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজাউল করিম চৌধুরী, দেলোয়ারা বেগম, সাদিয়া আফরিন, শাহ মোহাম্মদ সালাউদ্দিন, মৌলি চৌধুরী প্রমুখ।
কর্মশালায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় টার্কি পালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের জন্য শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প ৫ম পর্যায়ের তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের আয়োজনে কর্মশালা উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিনা সারোয়ার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের বিশেষজ্ঞরা। এতে ২২জন টেলিভিশন সাংবাদিক অংশগ্রহণ করে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের ৩ দিনব্যাপী কর্মশালা শুরু

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঝড়ে গাছ চাপায় আলী আকবর-(৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝড়ের সময় বিল থেকে বাড়ি ফেরার পথে গাছ চাপায় তিনি মারা গেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান নিশ্চিত করেছেন। এদিকে জেলার আখাউড়া উপজেলার গাজীরবাজার, হীরাপুর, দেবগ্রামসহ বিভিন্নস্থানে ঝড়ে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্নস্থানে গাছপালা ভেঙ্গে পড়ে।
###

নবীনগরে গাছ চাপায় বৃদ্ধ নিহত

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলার মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুর ১২টায় পৌর এলাকার নয়নপুর গ্রামের তিতাস নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাথা না থাকায় লাশটি কার তা শনাক্ত করা যাচ্ছে না। অজ্ঞাতনামা ওই মহিলার বয়স ৩০ থেকে ৩৫ হবে বলে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে নয়নপুর এলাকায় তিতাস নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে থানায় খবর দেয় তারা।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বস্তা খুলে মাথাবিহীন এক মহিলার লাশ উদ্ধার করে। তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় মাথাবিহীন মহিলার লাশ উদ্ধার

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মৃৎ শিল্প বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সরকারের এসডিজির সফল বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

গত বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত।
প্রশিক্ষণে পানিশ্বরের পালপাড়ার বিভিন্ন বয়সের ৪০ জন মহিলা অংশ নেয়।

কর্মশালায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগমের সমন্বয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন সেখানকার অভিজ্ঞ মৃৎ শিল্পী নারায়ণ পাল।
মেঘনা নদীর ভাঙ্গনের শিকার পাল পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার পাশাপাশি মৃৎ শিল্পকে টিকিয়ে রাখার জন্যই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ মাস আগেও সেখানে ইউএনও’র ব্যক্তিগত উদ্যোগে ৪০ জন মহিলাকে সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও গত ১লা বৈশাখে উপজেলা সদরে মৃৎ শিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
###

সরাইলে মৃৎ শিল্প বিষয়ে মাসব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিল্পকলা একাডেমির মাসব্যাপী বৈশাখ উদযাপনের ৬ষ্ঠ দিনে গত বৃহস্পতিবার বেলা ১১টায় আখাউড়া প্রেসক্লাবের সৌজন্যে দিনব্যাপী ঐতিহ্যবাহি পুতুল নাচ প্রদশর্নী শুরু হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পুতুল নাচ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ শামছুজ্জামামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মানিক মিয়া, সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, অধ্যাপক কামাল উদ্দিন, ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভুইয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামামান বলেন, লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যম পুতুল নাচ। বৈশাখের মত বিভিন্ন গ্রামীন উৎসবে পুতুল নাচের ব্যাপক চাহিদা রয়েছে। দেশাত্ববোধ, সামাজিক বিভিন্ন বিষয়, পালাগান, পৌরাণিক কাহিনী তুলে ধরা হয় পুতুল নাচের মাধ্যমে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াতেই প্রথম পুতুল নাচের প্রচলন শুরু হয়।

তিনি গ্রাম বাংলার আবহমান সংস্কৃতিকে ধরে রাখার এই উদ্যোগ নেয়ায় আখাউড়া প্রেসক্লাবকে ধন্যবাদ জানান । তিনি আখাউড়া উপজেলার ইউনিয়ন গুলোতে এই লোকনাট্যের অন্যতম প্রতীক পুতুল নাচের আয়োজন করতে আখাউড়া প্রেসক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
ব্রাহ্মণবাড়িয়ার বানী বীণা পুতুল নাচ এই পুতুল নাচ প্রদশর্নী পরিবেশন করছেন।
###

প্রেসক্লাবের উদ্যোগে আখাউড়ায় দিনব্যাপী পুতুল নাচ প্রদর্শনীর উদ্বোধন

botv নিউজ:

আগামী ৭ মে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।  বৃহস্পতিবার সকালে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচন-২০১৮ এর নির্বাচন কমিশনার মেহের নিগার।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ এবং ২৪ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়পত্র দাখিল, ২৬ এপ্রিল দুপুর ১২টায় মনোনয়পত্র যাচাই-বাছাই, ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ মে দুপুর দুইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ভোট গ্রহণ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যই নির্বাচন করতে যাচ্ছি। তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কমিশনকে সব ধরণের সহযোগীতার করার জন্য আহবান জানান।
###

আগামী ৭ মে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

botv নিউজ:

শান্তিবাগ বয়েজ ক্লাব ও আ ব র নি সংগঠনের সদস্য মো: বিপ্লব হোসেন কে বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত করায়

জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ সকল সহযোগিদের brahmanbaria online tv এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

###

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি”র অভিনন্দন ও শুভেচ্ছা

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার সকালে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। রিসোর্স পারসন হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক অরবিন্দ দত্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

কর্মশালায় বক্তারা বলেন, জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। তারা বলেন, শিশুদেরকে পরিচর্যা করতে হবে। শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে একটি সুন্দর দেশ গড়া সম্ভব নয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
###

শিশু ও নারীর উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..