স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেশি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার সকালে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বাক-লঙ্গণ নদীতে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাওন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল-হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, সরকারি কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ,মৎস্য চাষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply