স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের উদ্যোগে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রোববার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিতাস নদীর ঘাটে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার তাজমহল বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সামছু উদ্দিন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি হায়াত-উদ-দৌলা বলেন, দেশীয় মাছের পোনার প্রজনন ক্ষেত্র যেন ধ্বংস না হয় এ জন্যে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। তিনি দেশীয় মাছের পোনা রক্ষার জন্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply