ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ফুলবাড়ি দিবস পালিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখা ও জেলা সিপিবির উদ্যোগে ফুলবাড়ি দিবস পালিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে পৃথকভাবে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ফুলবাড়ি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরণে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তন কমিটির জেলা আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোঃ জামালের সভাপতিত্বে ও তেল-গ্যাস- বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নাসির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাংবাদিক আবদুন নূর, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান প্রমুখ ।

সভায় বক্তারা তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুক্তি মোতাবেক ৬ দফা দাবি বাস্তবায়ন করে তার অঙ্গীকার পূরণের দাবি জানান। একই সাথে উন্নয়নের নামে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ প্রাণপ্রকৃতি বিরোধী সব প্রকল্প বন্ধেরও দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..