নাসিরনগরে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণের চেক বিতরণ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে পল্লী ভবনে এই ঋণ বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাওনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চলনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউসিসিএ লিমিটেডের এডহক কমিটির আহবায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোঃ তারেক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার ও ইউসিসিএ লিমিটেড এর সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।

“এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই শ্লোগানকে সামনে রেখে এই প্রণোদনা ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ৯জন ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণের ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রত্যেক উদ্যোক্তার মধ্যে ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..