স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দ্রুত সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ও আইসিইউ বেড স্থাপনের দাবিতে বাংলাদেশ ছাত্র মৈত্রী এবং বাংলাদেশ যুব মৈত্রীর অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ছাত্র মৈত্রী এবং বাংলাদেশ যুব মৈত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়৷
জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচী চলাকালে সংহতি প্রকাশ বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম লিটন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আবদুন নূর, জেলা ঘাতক দালাল নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন৷
বক্তব্য রাখেন জেলা যুব মৈত্রীর যুগ্ম আহবায়ক কাজী তানভীর মাহমুদ, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, জেলা ছাত্র মৈত্রীর নেতা মহুয়ী শারদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, করোনা চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ন্যুনতম সুযোগ সুবিধার অভাবে রোগীদের জীবন বিপন্ন হচ্ছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার এনে দিতে হচ্ছে। আইসিইউ বেড না থাকায় সংকটাপন্ন রোগীদের ঢাকাসহ জেলার বাইরে বিভিন্ন হাসপাতালে নিতে হচ্ছে । তাই ৩২ লাখ জনসংখ্যা অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দ্রুত সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনসহ পর্যাপ্ত সংখ্যক আইসিইউ বেড স্থাপনের জন্য জেলার মন্ত্রী-এমপিদের সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের জন্য দাবি জানান।
Leave a Reply