অ্যাপল কর্তৃপক্ষ কোনো একটি ছবিতে শিশু নিপীড়নের আলামত শনাক্তের পর সেটিকে প্রথমে যাচাই করে দেখবে। তারপর যদি দরকার হয় তাহলে আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বাহিনীর সাথেও যোগাযোগ করে তাতক্ষণিক জরুরি পদক্ষেপ নেওয়া হবে।
হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট অ্যাপলের ছবি যাচাই করার পরিকল্পনা নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন৷ তিনি আরও জানিয়েছেন, এটি ‘অ্যাপলের তৈরি ও পরিচালিত নজরদারির একটি প্রক্রিয়া যেটি খুব সহজেই তারা অথবা সরকার নিয়ন্ত্রণ করতে চাওয়া এমন ব্যক্তিগত যে কোনো কনটেন্ট স্ক্যানে ব্যবহার করতে পারবে’৷
সূত্রঃ মুহূর্ত টিভি
Leave a Reply