স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌরসভার উদ্যোগে করোনাভাইরাস পরিস্থিতিতে ৭৫০জনকে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। বুধবার দুপুরে কসবা টি আলী ডিগ্রী কলেজ মাঠে এই ক্রাণ বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। মন্ত্রী ঢাকা থেকে ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।
কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ-উল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বকুল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আফজাল হোসেন খান রিমন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এম.পি করোনাকালীন সার্বিক পরিস্থিতিতে ভয় না পেয়ে সবাইকে টিকা নেয়ার আহবান জানান। পাশাপাশি তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পড়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। ‘আপনারা এখন বাসা থেকে বের হবেন না। এতে আপনারা ভীত হবেন না। আমরা আপনাদের পাশে থেকে অসুবিধা দূর করা যতটুকু সম্ভব চেষ্টা করবো।
আইনমন্ত্রী আরো বলেন, আপনারা শুধু মনে রাখবেন যে করোনা কাউকে ছাড়ে না। মানুষ যে আগে বলতো এটা বড়লোকের অসুখ তা ঠিক না। এটা বড়লোক, গরীব বুঝে না। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সরকারি নির্দেশনা অনুযায়ী সব সময় মুখে মাস্ক পরে রাখবেন। আপনারা সবাই টিকা নিবেন। আপনারা পর্যাপ্ত পরিমাণে টিকা পাবেন। আপনারা ভয় পাবেন না, টিকা নিবেন। শেখ হাসিনা সব সময় আপনাদের পাশে থাকেন।
Leave a Reply