বিজয়নগরে মাস্কবিহীন রাস্তায় ঘুরাফেরায় ৮ জনকে জরিমানা


স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাস্ক পরিধান না করে রাস্তায় ঘুরাফেরাসহ বিভিন্ন অপরাধে ৮জনকে ৪৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷ রোববার সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাত বলেন, সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং মাস্কবিহীন অযথা বাইরে ঘুরাফেরার দায়ে সংক্রামক ব্যাধি       (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর ২৫(১)(খ) ধারা লঙ্ঘনের কারণে ২৫(২) ধারার বিধানবলে ৪টি মামলায় ৫ জন ব্যক্তিকে ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়৷ অন্যদিকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২জন মোটর সাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ২টি মামলায় ৩২০০ টাকা ও হেলমেট না থাকায় ১জন মোটরসাইকেল আরোহীকে ১টি মামলায় ৩০০টাকা জরিমানাসহ মোট ৭টি মামলায় ৮ জনকে ৪৪৫০ টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

3 responses to “বিজয়নগরে মাস্কবিহীন রাস্তায় ঘুরাফেরায় ৮ জনকে জরিমানা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..