ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার নমুনা দেয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় একজনের মৃত্যু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় মোঃ ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের এন্টিজেন সেন্টারের সামনে (বিএমএ ভবন) এই ঘটনা ঘটে ।

মৃত ইকবাল হোসেন সদর উপজেলা নাটাই (উঃ) ইউনিয়নের বেহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত এক সপ্তাহ ধরে ঠান্ডা, জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন ইকবাল হোসেন।
বুধবার সকালে করোনাভাইরাসের পরীক্ষার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষার জন্য ফরম পূরণ শেষে নমুনা দেয়ার জন্য ইকবাল হোসেন লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া জানান, তিনি করোনা ভাইরাস সাসপেক্টেট ছিলেন। তাকে মুমূর্ষ অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।

2 responses to “ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার নমুনা দেয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় একজনের মৃত্যু”

  1. Binaheile says:

    http://prednisonebuyon.com/ – where to buy prednisone

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..