প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৮০ হালি আনারাস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৮০ হালি (৮শত কেজি) আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।  রোববার সকাল সোয়া ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে এই আনারস পাঠানো হয়।

এর আগে একই স্থলবন্দর দিয়ে গত ৫ জুলাই ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য ৩শত কেজি হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব দেব।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি সূত্র জানায়, ত্রিপুরা রাজ্যের ইন্ডাস্ট্রিজ কমার্স ও ট্যুরিজম এর ডাইরেক্টর তড়িৎ কান্তি চাকমা কার্টুন ভর্তি আনারস নিয়ে সকালে স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডে আসেন। পরে বাংলাদেশের পক্ষে আনারস গ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশন চট্টগ্রামের দ্বিতীয় সচিব উদত ঝাঁ, আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান।

উপহার সামগ্রী সড়ক পথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পোঁছানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..