স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিডি ক্লিনের “মাস্ক পড়ি করোনা থেকে নিরাপদ থাকি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহামারী করোনাভাইরাস থেকে নিরাপদে থাকতে সাধারণ মানুষের মধ্যে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর শহরের সড়ক বাজারের বিভিন্ন পয়েন্টে এসব মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়ক সোহান মাহমুদ,আখাউড়া উপজেলা সমন্বয়ক রমজানুল ইসলাম, কসবা উপজেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, মহামারী করোনাভাইরাস থেকে নিরাপদে থাকতে বিডি ক্লিন উদ্যোগকে স্বাগত জানাই। তিনি লকডাউন চলাকালে অযথা কাউকে ঘর থেকে না বের হওয়ার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।
Leave a Reply