নারীর ক্ষমতায়ন বিষয়ে বিজয়নগরে উঠান বৈঠক অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা তথ্য আপা অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে আজ দুপুর সাড়ে ১২টায় উপজেলার নিদারাবাদ গ্রামে ২৫ জন নারীর উপস্থিতিতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা তথ্যকেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা মেহের নওরীন খান। উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম. জহিরুল আলম চৌধুরী (টিপু), তথ্যসেবা সহকারী সুস্মিতা সরকার প্রমুখ।

উঠান বৈঠকে শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্মনিবন্ধন, শিক্ষা, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

2 responses to “নারীর ক্ষমতায়ন বিষয়ে বিজয়নগরে উঠান বৈঠক অনুষ্ঠিত”

  1. Binaheile says:

    http://prednisonebuyon.com/ – prednisolone contraindications

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..