জাইকা-বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া সদরের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্থানীয় সরকার বিভাগের আওতায় (জাইকা-বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায়) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউ জিডিপি) মাধ্যমে উঁচু-নীচু বেঞ্চ বিতরণ করা হয়। আজ দুপুরে সদর উপজেলা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে বেঞ্চ হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।

উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বেঞ্চ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, আল আমিনুল হক পাভেল, মোঃ তাজুল ইসলাম, এনামুল হক ওসমান, জাইকার প্রকল্প প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে সদর উপজেলার ১২টি বিদ্যালয়ে ১৩৫ জোড়া বেঞ্চ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও বেঞ্চ প্রদানের জন্য জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার উন্নয়নে জাইকা আগামীতেও আমাদের পাশে থাকবেন।

One response to “জাইকা-বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া সদরের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান”

  1. Georgia says:

    Please update more often due to the fact that I truly like your blog web
    page. Many thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..