জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেবা চালুর দাবি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

হেফাজত ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দ্রুত সংস্কার করে রেলসেবা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  আজ (শনিবার) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদদ্বা আক্তার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সপাতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সস্পাদক জাবেদ রহিম বিজন, ওয়াকার্স পার্টির নেতা নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন, প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিন শাহীন,খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, বৈশাখী শিল্পী গোষ্টির সভাপতি মোহাম্মদ হোসেন, ছাত্রমৈত্রির সভাপতি ফাহিম মুস্তফাফিন প্রমুখ।

জেলা নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত।

উক্ত মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন প্রফেসর অমৃত লাল সাহা, বীর মুক্তিযোদ্বা আবদুল ওয়াহিদ খান লাভলু, আশুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, সন্ত্রাস প্রতিরোধ মঞ্চের সমন্বয়কারী আবদুন নুর, অ্যাডভোকেট নাসির মিয়া, সাংবাদিক কাউসার এমরান, মোহাম্মদ আক্রাম ,মোহাম্মদ শাহজাদা, মফিজুর রহমান লিমন, ফরহাদুল ইসলাম পারভেজ, মজিবুর রহমান খান, অ্যাডভোকেট উত্তম কুমার দাস, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আযম, নারীনেত্রী মুক্তি খান, সাংবাদিক মনির হোসেন টিপু, চেম্বার পরিচালক আবদুল মালেক প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, পূর্বাঞ্চল রেলপথের গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। আর সেই স্টেশনটির কার্যক্রম আড়াইমাস যাবত বন্ধ রয়েছে। এ স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি করছে না। এতে করে প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াতকারী কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

মানববন্ধন থেকে আগামী ২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেবা চালু না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেওয়া হয়েছে। মানবন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..