ব্রাহ্মণবাড়িয়ায় ট্রমা হাসপাতালের যাত্রা শুরু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় হাড় ভাঙ্গা রোগীদের চিকিৎসা সেবার লক্ষৌ যাত্রা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া ট্রমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। গতকাল (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের পাইকপাড়া সিলভার ফর্ক কনভেনশন হলে আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠান অনষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে হাসপাতালটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডাঃ আবু সাঈদ।

ব্রাহ্মণবাড়িয়া ট্রমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ এমরান হোসাইনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সারোয়ারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, স্বাচিপের কেন্দ্রীয় নেতা ডা.এ.জেড এম দস্তগীর, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ ফখরুল আলম আশেক, ডাঃ মাজহারুল ইসলাম সোহেল, ডাঃ খোকন চন্দ্র দেবনাথ, ডাঃ ফাইজুর রহমান ফায়েজ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ আবু সাঈদ বলেন, আজ ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র ট্রমা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এই সেন্টারের সেবা চালু হলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলাসহ আশপাশ এলাকার সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত রোগীরা চিকিৎসার সুযোগ পাবে। আর ঢাকা কিংবা কুমিল্লায় যেতে হবেনা। এই হাসপাতালটি চালু হওয়ায় স্বাস্থ্য সেবায় ব্রাহ্মণবাড়িয়া আরেক ধাপ এগিয়ে যাবে।

3 responses to “ব্রাহ্মণবাড়িয়ায় ট্রমা হাসপাতালের যাত্রা শুরু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..