স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী প্রমুখ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনাকালে সকলের সহযোগিতা কামনা করেন।
https://prednisonebuyon.com/ – Prednisone