স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর এলাকায় রাস্তা নির্মানের কাজ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে পৌর এলাকার ফুলতুলি-তেতৈইয়া গ্রামের নতুন রাস্তাটির নির্মান কাজের উদ্বোধন করেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, পৌর কাউন্সিলর রঙ্গু মিয়া, রুস্তম খা, কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন ও যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম,কসবা টিআলী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিউর রহমান সাগর প্রমুখ। রাস্তটির নির্মান ব্যয় ধরা হয়েছে ৭২ লাখ টাকা।
এ সময় পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রাম হবে শহর। আইনমন্ত্রী আনিসুল হক এমপির উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে কসবা পৌরবাসীর স্বপ্ন দেখছে উন্নয়নের। তিনি আইনমন্ত্রীর সাথে থাকার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ করেন।
Leave a Reply