ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন “প্রিয় পরিবারের পক্ষ থেকে ১শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ পৌরসভার কাউতলী এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, তেল, পেয়াজ, চিনি, পেকেট, সেমাই, নুডুলস, কিসমিস ও তেজপাতা।
এ সময় সংগঠনটির পরিচালক মালয়েশিয়ান প্রবাসী মোঃ সাইফুর রহমান নাহিদ জানিয়েছেন, বর্তমানে সারা বিশ্বে করোনা মহামারির দ্বিতীয় দফা চলাকালীন প্রিয় ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়, মধ্যবিত্ত ও কর্মহীন একশ পরিবারের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এবারের ঈদ সবার জন্য বয়ে আনুক আনন্দ সেই কামনা করি। আমি সংগঠনের সবার জন্য দোয়া কাম্য করছি।
এসময় সংগঠনের বাকি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ বাবুল, গোলাম সানদানী, মুন্না, মাজেদ, রাসেল, রোমান, সাব্বির, রোমান, জান্নাত, তামান্না প্রমুখ।
পরে সংগঠনের সকল সদস্যের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।
priligy reviews
Prednisone