স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডের অসহায় ও অতিদরিদ্র ৩ হাজার ৮১ জন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।
টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম. হারুনুর রশীদ ঢালী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কাউন্সিলার গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এমরান উদ্দিন জুয়েল বলেন, আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিজিএফ কর্মসূচীর আওতায় পৌর এলাকার অসহায় ও অতিদরিদ্র মানুষের মধ্যে নগদ ৪৫০ টাকা করে দিচ্ছেন। পৌর সভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন সাড়ে চারশত টাকা করে পাবেন। মোট ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা বিতরণ করা হবে।
Leave a Reply