নাসিরনগরে ১ হাজার কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া ১ হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম প্রধান অতিথি হিসেবে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রত্যেককে ১০ কেজি চাল,১ কেজি সয়াবিন তেল, ১ কেজি পেয়াঁজ,আধা কেজি চিনি,আধা কেজি ডাল ও ১ প্যাকেট সেমাই দেয়া হয়।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের এই পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিয়েছেন। কেউ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে প্রণোদনার আওতায় আনা হবে।

One response to “নাসিরনগরে ১ হাজার কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ”

  1. Binaheile says:

    https://prednisonebuyon.com/ – ordering cheap prednisone without x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..