স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত অটোরিকসার সাথে ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষে কাউছার মিয়া-(৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের জিলুকদার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাউছার মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আজিজুল হকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নাসিরনগর থেকে যাত্রীবাহি একটি সিএনজিচালিত অটোরিকসা সরাইল আসার পথে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের জিলুকদারপাড়ায় ট্রাক্টরের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকসা যাত্রী কাউছার মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply