ব্রাহ্মণবাড়িয়া শহরের ১২ টি পয়েন্টে মাস্ক বিতরণ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের ১২টি পয়েন্টে একযোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বর, কাউতলী মোড়, কুমারশীল মোড়সহ শহরের ১২টি পয়েন্টে এসব মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরনের সময় সাধারণ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হয়।


মাস্ক বিতরণকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যে কারণে তৃতীয়বাবের মত দেশে লকডাউন বাড়ানো হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনামতো ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনগনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

One response to “ব্রাহ্মণবাড়িয়া শহরের ১২ টি পয়েন্টে মাস্ক বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..