নবীনগরে কসাইকে ২০ হাজার টাকা জরিমানা


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরা গরুর মাংস বিক্রির দায়ে মোঃ আল আমিন নামে এক কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল রোববার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান উপজেলার আলিয়াবাদ বাজারে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
অর্থদন্ডপ্রাপ্ত আল আমিন উপজেলার আলিয়াবাদ গ্রামের জহির মিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান বলেন, আলিয়াবাদ বাজারে মরা গরুর মাংস ও পঁচা মাংস বিক্রি করা হয়, এ ধরনের অভিযোগ ছিলো অনেক দিন ধরে।
অভিযোগের ভিত্তিতে রোববার সকালে আলিয়াবাদ বাজারের কসাই আল আমিনের দোকানে অভিযান পরিচালনা করে দোকানে থাকা মাংস পরীক্ষা করে দেখা যায় দোকানের সব মাংস মরা গরুর।


পরে ভ্রাম্যমান পরিচালনা করে কসাই আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সে আর মরা ও পঁচা মাংস বিক্রি করবে না এই মর্মে তার কাছ থকে মুচলেকা আদায় করা হয় এবং দোকানে থাকা ৫০ কেজি গরুর মাংস উদ্ধার করে তা মাটিচাপা দেয়া হয়। তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালত চলাকালে নবীনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

5 responses to “নবীনগরে কসাইকে ২০ হাজার টাকা জরিমানা”

  1. Collette says:

    Great post. Articles that have significant and also insightful information are a lot more satisfying.

  2. Prednisone says:

    cialis viagra salud

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..