শহরের ভাদুঘরের হিন্দুপাড়ার রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে  ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ নং ওয়ার্ড ভাদুঘর গ্রামের হিন্দুপাড়ার রাস্তার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সোমবার রাতে স্থানীয় যুবক আল-আমীনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে। কে বা কারা ওই নবজাতককে রাস্তার পাশে ফেলে যায়। পরে ওই নবজাতককে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল-আমীন জানান, রাতে রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে কিছু একটা নড়াছড়া করতে দেখে কাছে গিয়ে দেখি কাপড়ে মোড়ানো অবস্থায় একটি কন্যা শিশু কান্না করছে। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে জানাই।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল-মামুন বলেন, শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। বৈধ অভিভাবক না পাওয়া গেলে প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন বলেন, বর্তমানে শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে। যার কারনে শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই নূরুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির অভিভাবককে এখনো সনাক্ত করা যায়নি। শিশুর পরিবারের খোঁজ পাওয়া গেলে তাকে হস্তান্তর করা হবে। বর্তমানে শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
####

One response to “শহরের ভাদুঘরের হিন্দুপাড়ার রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার”

  1. watch free says:

    Valuable info. Fortunate me I discovered your website unintentionally, and I am surprised why this coincidence did not came about in advance! I bookmarked it. Arabelle Ozzy Tarrant

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..