সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার গভ. মডেল গার্লস হাই স্কুলের ১৯৩৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিক্ষার্থীদের পুনর্মিলনী গতকাল শুক্রবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, ওই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন প্রমুখ। পুনর্মিলনী উপলক্ষে একটি থিম সং উদ্বোধন করা হয়।
২০০৯ সালের এসএসসি পরীক্ষার্থী ইয়াসমিন, দিপ্তীসহ আরো কয়েকজন মিলে আয়োজনের উদ্যোগ নেন। আয়োজনে ১৯৩৬ সাল থেকে ২০১৯ সালের হাজারো শিক্ষার্থী অংশ নেন।
###
Leave a Reply