সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলেকে নেশার টাকা না দেওয়ায় মাকে মারধরের অভিযোগ উঠে।
আজ ১৭ই নভেম্বর দুপুরের দিকে নিজ বাড়িতে শাহিদা বেগম(৫৫) নামের এক মহিলাকে নেশার টাকা জন্য মারধর করেন তারই বড় ছেলে মুরাদ মিয়া(২৫)। শাহিদা বেগম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উত্তর মৌড়াইলের মৃত জামাল মিয়ার স্ত্রী।
শাহিদা বেগম বলেন- প্রায় ৮ বছর আগে তার স্বামী জামাল মিয়া স্টোক করে মারা যায়। তারপর থেকে তার বখাটে ছেলে মুরাদ মিয়াকে নিয়ে ছোট ছেলের থেকে আলাদা হয়ে যায়। নিজের মেয়েদের টাকায় সংসার চালায়। প্রায় সময় টাকার জন্য আমাকে মারধর করে, টাকা না পাইলে ঘরের জিনিসপত্র ভাংচুর করেন। আমি তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি।
খোঁজ নিয়ে জানা যায়- শাহিদা বেগমের দুই ছেলে ও তিন মেয়ে। মেয়েদের টাকায় কোন মতে সংসার চলে।নেশা করার জন্য মুরাদ টাকা না পেলে সে মা’কে টাকার জন্য মারধর করে। তার বখাটে ছেলের অত্যাচার সহ্য করতে হচ্ছে।এ নেশামুক্ত সমাজ থেকে কবে রক্ষা পাবে অসহায় ও অবাগী মা।
###
Leave a Reply